শিরোনাম
◈ স্বাস্থ্য উপদেষ্টার এপিএসকেও সরিয়ে দেওয়া হলো ◈ নকশা না মেনে গড়ে ওঠা রাজধানীর ৩ হাজার ৩৮২ ভবন ভাঙা হবে: রাজউক চেয়ারম্যান ◈ যেসকল সেবা মেলে না এনআইডি লক হলে ◈ মেজর সিনহা হত্যা মামলায় ডেথ রেফারেন্স অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির সিদ্ধান্ত ◈ সাংবাদিকের করা এক প্রশ্নে বাংলাদেশি নই বলা টিউলিপ বাংলাদেশের এনআইডি-পাসপোর্টধারী ◈ আর্থিক প্রতিষ্ঠানে এসি চালানো নিয়ে নতুন নির্দেশনা ◈ গাজী সালাউদ্দিন তানভীরকে দুই অভিযোগ ওঠার পর সাময়িক অব্যাহতি দিল এনসিপি ◈ আবারও স্বর্ণের দামে নতুন ইতিহাস, দেশে ভরিতে কত বাড়লো? ◈ বিদেশি বিনিয়োগকারীদের নিরাপত্তায় হটলাইন ◈ কোন পথে সেভেন সিস্টার্স, ভারতের এত ভয় কেন?

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২৫, ১১:০৭ দুপুর
আপডেট : ০১ এপ্রিল, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিপিএলে স্টেডিয়াম ও আশপাশ থেকে ১৪৫০ কেজি ময়লা-আবর্জনা সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক : বিশ্বের বড় বড় ক্রীড়া আয়োজনে পরিবেশ রক্ষায় নেওয়া নানা উদ্যোগ নেওয়া হয়ে থাকে। মাঠের খেলায় যত বিতর্কিত ঘটনাই ঘটুক, এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পরিবেশ সচেতনতার কাজটা ভালোভাবেই করেছে বিসিবি।

বিপিএল ও সরকারের যুব উৎসব উপলক্ষে সিলেট ও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিসিবি, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং বর্জ্য ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ‘গারবেজম্যানে’র উদ্যোগে চালু হয়েছে একটি বিশেষ বর্জ্য ব্যবস্থাপনা কর্মসূচি। 

শূন্য বর্জ্যরে (জিরো ওয়েস্ট) লক্ষ্যে পরিচালিত এই উদ্যোগের মাধ্যমে মাঠ ও এর আশপাশের এলাকা থেকে চট্টগ্রাম-সিলেটে প্রায় ১৪৫০ কেজি বা দেড় মেট্রিক টন বর্জ্য সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে সিলেটে সংগ্রহ করা হয়েছে ৩২০.৭ কেজি বর্জ্য আর চট্টগ্রামে ১১২৮ কেজি। - আজকের পত্রিকা

নাম প্রকাশে অনিচ্ছুক গারবেজম্যানের একজন প্রতিনিধি বলেন, বিপিএলের মতো বড় আসরে শূন্য বর্জ্যের লক্ষ্য নিয়ে কাজ করতে পেরে আমরা গর্বিত। এই উদ্যোগ শুধু পরিবেশ রক্ষার নয়, ভবিষ্যতের ইভেন্টগুলোতে পরিবেশ সচেতনতার বার্তা ছড়িয়ে দেবে।

এখনো পর্যন্ত স্টেডিয়ামের ময়লা-আবর্জনা সংগ্রহে বিসিবি যতটা সফল হতে পেরেছে, মূল খেলাটা পরিচ্ছন্ন রাখতে সে পারদর্শিতা তারা দেখাতে পারেনি। পারিশ্রমিক ইস্যু, সন্দেহজনক কার্যকলাপের সঙ্গে নানা অনিয়ম ও অপেশাদারি কার্যক্রমে এই বিপিএলে যেন হতে চলেছে সবচেয়ে বিতর্কিত। খেলার পরিচ্ছন্ন পরিবেশ রক্ষায় খুব একটা সাফল্য মেলেনি এবার। বরং প্রশ্ন উঠেছে খেলার পরিচ্ছন্নতা নিয়ে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়