নিজস্ব প্রতিবেদক : ব্রাদার্স ইউনিয়নকে হারাতে পারলো না ঢাকা আবাহনী। পয়েন্ট তালিকায় মোহামেডানের নিচে থেকে গেলো ধানমন্ডির দলটি। এদিন জিতলে এক নম্বরে থাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে ব্যবধান কমাতে পারতো আবাহনী। কিন্তু প্রিমিয়ার লিগে ব্রাদার্স ইউনিয়নের সঙ্গে গোলশূন্য ড্র করায় মোহামেডানের সঙ্গে পয়েন্টের ব্যবধান আরো বাড়লো। অপরদিকে চট্টগ্রাম আবাহনী হেরে গেছে ফর্টিস এফসির কাছে।
শীর্ষে থাকা মোহামেডানের অর্জন ৯ ম্যাচে ২৪ পয়েন্ট। আর আবাহনীর বর্তমান পয়েন্ট ৯ ম্যাচে ২০। এ দিকে আবাহনীকে আটকে এক পয়েন্ট বাড়িয়ে নিয়েছে ব্রাদার্সও। পাঁচে থাকা দলটির পাশে এখন ৯ ম্যাচে ১৫ পয়েন্ট। সমান পয়েন্ট থাকার পরও গোল ব্যবধানের কারণে চারে আছে রহমতগঞ্জ। আর ১৭ পয়েন্ট নিয়ে তিনে থেকে লেগ শেষ করেছে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস।
একইদিন আরেক ম্যাচে কিংস অ্যারেনায় চট্টগ্রাম আবাহনীকে ১-০ গোলে হারিয়েছে ফর্টিস এফসি। ম্যাচের ৩৪ মিনিটে ফর্টিসের হয়ে একমাত্র গোলটি করেন গাম্বিয়ান ডিফেন্ডার ঈসা। এই জয়ে সাত থেকে ছয়ে উঠে গেল ফর্টিস। তাদের অর্জন ৯ ম্যাচে ১১ পয়েন্ট। আর সাতে নামল পুলিশ এফসি। প্রথম লেগে যারা ৯ ম্যাচ খেলে ১০ পয়েন্ট জমা করেছে।
আপনার মতামত লিখুন :