শিরোনাম
◈ কোন পথে সেভেন সিস্টার্স, ভারতের এত ভয় কেন? ◈ প্যাভিলিয়ন থেকে আজহারউদ্দিনের নাম সরানো: 'বিশ্বের কোনো ক্রিকেটারের সঙ্গে যেন এমন না ঘটে ◈ সাকিব আল হাসা‌নের বিরুদ্ধে দুদকের কমিটি গঠন ◈ বাংলা‌দে‌শের ১৯১ রান শোধ ক‌রে ৮২ রা‌নের লিড নি‌লো জিম্বাবু‌য়ে ◈ আমলযোগ্য অপরাধের ঘটনায় অবশ্যই মামলা নিতে হবে: ডিএমপি কমিশনার ◈ ৩৩ বছরে রাষ্ট্রপতি কতজনকে মাফ করেছেন জানতে চান আদালত ◈ ঢাকা-৫ আসনের সাবেক এমপি মনিরুল ইসলাম গ্রেপ্তার ◈ বিশেষ বিসিএসে দু’হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার ◈ আওয়ামী লীগ নেতার ছেলের বিয়েতে লন্ডনে একসঙ্গে সাবেক চার মন্ত্রী-প্রতিমন্ত্রী! ◈ বাংলাদেশ চীন সম্পর্কে কিছুতেই অস্বস্তি কাটছে না ভারতের!

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২৫, ০৮:২৮ রাত
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরচুন বরিশালের আফগান তারকা নবী বিপিএলের পিচের প্রশংসা করলেন

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর নানা কারণে বেশ সমালোচিত হয়েছে। তবে খেলার উপযুক্ত পিচ বানিয়ে সুনাম কুড়িয়েছে বিসিবি। যে কারণে ব্যাটারদের রান পেতে বেগ পেতে হচ্ছে না। এ প্রসঙ্গে ফরচুন বরিশালের অলরাউন্ডার মোহাম্মদ নবী পিচ মুগ্ধতার কথা জানিয়েছেন। পয়েন্ট তালিকার দুইয়ে থেকে প্রথম পর্ব শেষ করতে চান তারা।

নবী বলেন, আমাদের এখনও চার ম্যাচ বাকি আছে। ওই ম্যাচগুলোতে মনোযোগ দিয়ে দলকে সেরা দুইয়ে রাখতে চাই। বাকি চার ম্যাচ ও প্লে অফ ঢাকাতেই হবে। আমরা ইতোমধ্যেই এই কন্ডিশনে অভ্যস্ত হয়ে গেছি। গত বছরের চেয়ে এবারের পিচ ভালো। এজন্যই বেশির ভাগ ম্যাচ হাই স্কোরিং হচ্ছে, সেটি তাড়াও করা যাচ্ছে। আমরা এমনই চাই।

এবারের বিপিএলে শুধু যে ব্যাটাররা রান পাচ্ছে বিষয়টা এমন নয়। বোলাররাও করছেন দুর্দান্ত পারফরম্যান্স। আগের আসরগুলোতে স্পিনাররা একক দাপট দেখাতো। এবার তাতে এসেছে পরিবর্তন। সেটা সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় নজর দিলেই দেখা যায়।

টি-টোয়েন্টিতে দর্শকরা রান দেখতে চায়। সেই দিক থেকে এবারের বিপিএল চলছে একদম ঠিকঠাক। এবার দলগুলো নিয়মিতই দুইশ ছাড়িয়ে যাচ্ছে। চট্টগ্রাম পর্ব শেষ হওয়া অবধি সাতজন ব্যাটার হাঁকিয়েছেন সেঞ্চুরিও। কেন এবারের পিচগুলো আগের চেয়ে ভালো এটিও ব্যাখ্যা করেছেন নবী।  

তিনি বলেন, ‘আমার মনে হয় এবার পিচগুলো বাড়তি বিশ্রাম পাচ্ছে। তারা প্রতিটি খেলার জন্যই ঠিকঠাক পিচ তৈরি করছে, এজন্যই তিনটা ভেন্যুতে খেলা হচ্ছে। বেশির ভাগ সময়ই ভেন্যু তিনটা থাকে, কিন্তু এবার পিচের দিকে বাড়তি মনোযোগ দিচ্ছে, পিচগুলো ভালোও হচ্ছে।

নবী আরও বলেন, বেশির ভাগ সময় স্পিনাররা সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হয়, এবার তাসকিনের মতো পেসাররা হচ্ছে। এটার মানে হচ্ছে ভালো পিচ আছে আর বাংলাদেশও কিছু মানসম্পন্ন বোলার পেয়েছে। এবার ভালো বোলিং হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়