শিরোনাম
◈ কোন পথে সেভেন সিস্টার্স, ভারতের এত ভয় কেন? ◈ প্যাভিলিয়ন থেকে আজহারউদ্দিনের নাম সরানো: 'বিশ্বের কোনো ক্রিকেটারের সঙ্গে যেন এমন না ঘটে ◈ সাকিব আল হাসা‌নের বিরুদ্ধে দুদকের কমিটি গঠন ◈ বাংলা‌দে‌শের ১৯১ রান শোধ ক‌রে ৮২ রা‌নের লিড নি‌লো জিম্বাবু‌য়ে ◈ আমলযোগ্য অপরাধের ঘটনায় অবশ্যই মামলা নিতে হবে: ডিএমপি কমিশনার ◈ ৩৩ বছরে রাষ্ট্রপতি কতজনকে মাফ করেছেন জানতে চান আদালত ◈ ঢাকা-৫ আসনের সাবেক এমপি মনিরুল ইসলাম গ্রেপ্তার ◈ বিশেষ বিসিএসে দু’হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার ◈ আওয়ামী লীগ নেতার ছেলের বিয়েতে লন্ডনে একসঙ্গে সাবেক চার মন্ত্রী-প্রতিমন্ত্রী! ◈ বাংলাদেশ চীন সম্পর্কে কিছুতেই অস্বস্তি কাটছে না ভারতের!

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২৫, ০৬:৫১ বিকাল
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইসিসি বর্ষসেরা ওয়ানডে দলে নেই কোনো ভারত ও বাংলাদেশি ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক : ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বর্ষসেরা ওয়ানডে দল ঘোষণা করেছে। একাদশে আফগানিস্তান ও শ্রীলঙ্কার ক্রিকেটারদের ছড়াছড়ি। আছে পাকিস্তানের ক্রিকেটাররাও। তবে ভারত ও বাংলাদেশের কোনো ক্রিকেটার নেই সেরা একাদশে। গত বছর ওয়ানডেতে বাংলাদেশের হয়ে দারুণ পারফরম্যান্স করেছেন তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ। তবে নিজেদের মাঠে শ্রীলঙ্কা ও আরব আমিরাতে আফগানিস্তানের কাছে সিরিজ হেরেছে বাংলাদেশ দল।

বর্ষসেরা একাদশে ভারতের কোনো ক্রিকেটার না থাকা স্বাভাবিক। গত বছরে মাত্র তিনটি ওয়ানডে খেলেছে দলটি। যার মধ্যে দুটিতেই হেরেছে ভারত। শুধু তাই নয়, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের কোনো ক্রিকেটার একাদশে সুযোগ পাননি।

এশিয়ার তিনটি দেশ—শ্রীলঙ্কা, পাকিস্তান ও আফগানিস্তানের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের নিয়ে তৈরি হয়েছে সেরা একাদশ। দলে সর্বোচ্চ চার ক্রিকেটার রয়েছেন শ্রীলঙ্কার, পাকিস্তান ও আফগানিস্তানের ক্রিকেটার রয়েছেন তিনজন করে এবং ওয়েস্ট ইন্ডিজের রয়েছেন এক ক্রিকেটার।

আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশ: সাইম আইয়ুব (পাকিস্তান), রহমানউল্লাহ গুরবাজ (আফগানিস্তান), পাথুম নিশাঙ্কা (শ্রীলঙ্কা), কুশল মেন্ডিস (শ্রীলঙ্কা, উইকেটকিপার), চরিত আসালাঙ্কা (শ্রীলঙ্কা, অধিনায়ক), শেরফানে রাদারফোর্ড (ওয়েস্ট ইন্ডিজ), আজমতউল্লাহ ওমরজাই (আফগানিস্তান), ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা), শাহিন শাহ আফ্রিদি (পাকিস্তান), হারিস রউফ (পাকিস্তান) ও আল্লাহ মোহাম্মদ গাজানফার (আফগানিস্তান)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়