স্পোর্টস ডেস্ক : সহজ ম্যাচটি কঠিন করে জিতলো টটেনহ্যাম হটস্পার। যে দলটি প্রথমার্ধে ২-০ গোলে এগিয়েছিলো সেই টটেনহ্যামকে জিততে ঘাম ঝড়াতে হলো। তারা ইউরোপা লিগে জয় পেয়েছে। সন হিউং-মিনের জোড়া গোলে ৩-২ ব্যবধানে হফেনহেইমকে হারিয়েছে।
স্বাগতিকদের মাঠে খেলার শুরু থেকেই আক্রমণে এগিয়ে থাকে টটেনহ্যাম। খেলার ৩ মিনিটের মাথায় জেমস ম্যাডিসনের গোলে লিড নেয় সফরকারীরা। ১৯ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন সন হিউং-মিন। ম্যাডিসনের অ্যাসিস্ট থেকে স্কোরলাইন ২-০ করেন তিনি। ২ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় টটেনহ্যাম।
দ্বিতীয়ার্ধে অ্যান্টন স্টাচের গোলে ব্যবধান কমায় হফেনহেইম। ৭৭ মিনিটে দক্ষিণ কোরিয়ান ফরোয়ার্ড দ্বিতীয় গোলের দেখা পেলে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় টটেনহ্যাম। খেলার শেষ দিকে হফেনহেইম আরও একটি গোলের দেখা পেলেও তা কেবল হারের ব্যবধান কমায় দলটির।
এই জয়ের ফলে ৭ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে ইউরোপা লিগে ছয় নম্বর স্থানে রয়েছে টটেনহ্যাম। সমান সংখ্যক ম্যাচ খেলে সবার ওপরে ইতালির ক্লাব লাৎসিও।