শিরোনাম
◈ স্বাস্থ্য উপদেষ্টার এপিএসকেও সরিয়ে দেওয়া হলো ◈ নকশা না মেনে গড়ে ওঠা রাজধানীর ৩ হাজার ৩৮২ ভবন ভাঙা হবে: রাজউক চেয়ারম্যান ◈ যেসকল সেবা মেলে না এনআইডি লক হলে ◈ মেজর সিনহা হত্যা মামলায় ডেথ রেফারেন্স অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির সিদ্ধান্ত ◈ সাংবাদিকের করা এক প্রশ্নে বাংলাদেশি নই বলা টিউলিপ বাংলাদেশের এনআইডি-পাসপোর্টধারী ◈ আর্থিক প্রতিষ্ঠানে এসি চালানো নিয়ে নতুন নির্দেশনা ◈ গাজী সালাউদ্দিন তানভীরকে দুই অভিযোগ ওঠার পর সাময়িক অব্যাহতি দিল এনসিপি ◈ আবারও স্বর্ণের দামে নতুন ইতিহাস, দেশে ভরিতে কত বাড়লো? ◈ বিদেশি বিনিয়োগকারীদের নিরাপত্তায় হটলাইন ◈ কোন পথে সেভেন সিস্টার্স, ভারতের এত ভয় কেন?

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২৫, ০৬:৪৫ বিকাল
আপডেট : ০৬ এপ্রিল, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

পাকিস্তানে ১৭ হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন হচ্ছে চ্যাম্পিয়নস ট্রফির জন্য

স্পোর্টস ডেস্ক : ১৯৯৬ সালের পর পাকিস্তানে বসবে ক্রিকেটের বৈশ্বিক আসর। সে দেশে আগামী ১৯ ফেব্রুয়ারি পর্দা উঠবে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির নবম আসরের। আসন্ন এই আসরকে ঘিরে নিরাপত্তা নিয়ে কোনো প্রকার ঝুকি নিতে চাইছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তাই অন্তত ১৭ হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন করা হচ্ছে টুর্নামেন্ট ঘিরে।

পিসিবি সূত্রের খবর, ইতিমধ্যেই পাঞ্জাবে সরকার নিরাপত্তার কাজ শুরু করে দিয়েছে। লাহোর ও রাওয়ালপিন্ডির নিরাপত্তা নিরাপত্তা নিয়ে প্রস্তুতি চলছে। জানা গেছে, স্টেডিয়াম, হোটেল ও দলগুলির নিরাপত্তার জন্য ১২,৫০০ নিরাপত্তাকর্মী মোতায়েন করা হবে। তার মধ্যে সাড়ে ৭ হাজার নিরাপত্তারক্ষীকে তৈরি রাখা হবে স্টেডিয়ামের নিরাপত্তার জন্য।

বাকিরা হোটেলে নিরাপত্তা দেবেন। তাদের মধ্যে কম্যান্ডোরাও থাকবেন। করাচির মাঠে নিরাপত্তার জন্য ৫ হাজার নিরাপত্তাকর্মী রাখা হবে বলে জানা গেছে। শুধু পুলিশ নয়, নিরাপত্তার জন্য প্রস্তুত রাখা হবে দেশটির সেনাবাহিনেীকেও।

২৯ বছর আগে শেষবার আইসিসি প্রতিযোগিতা হয়েছিল পাকিস্তানে।  ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব প্রথমে পেলেও  নিরাপত্তার কারণেই পাকিস্তানের বদলে বাংলাদেশকে দায়িত্ব দেয় আইসিসি। ২০২৩ সালে এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব পেয়েছিল পাকিস্তান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়