স্পোর্টস ডেস্ক: মার্কিন তারকা ডিফেন্ডার নাওমি গিরমা নারী ফুটবলে নতুন একটি বিশ্বরেকর্ড তৈরি করেছেন। যুক্তরাষ্ট্রের সান-দিয়েগো ওয়েভ থেকে ইংল্যান্ডের চেলসিতে যোগ দিয়েছেন ১.১ মিলিয়ন ডলারে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩ কোটি ৪১ লাখ টাকা)। এই পরিমাণ অর্থে নারী ফুটবলে প্রথমবারের মতো এক মিলিয়ন ডলার মূল্যের ট্রান্সফার হয়েছে, যা নারী ফুটবলে নতুন ইতিহাস রচনা করেছে।
এই তথ্য নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’। ইতোমধ্যে গিরমার সঙ্গে চেলসি দীর্ঘমেয়াদী চুক্তিতে সম্মত হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। শিগগিরিই লন্ডনে গিয়ে স্বাস্থ্য পরীক্ষায় দেবেন এই মার্কিনি ফুটবলার। বর্তমানে নারী সুপার লিগের পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে চেলসি।
এর আগে রাচেল কুন্দানাঞ্জি নামে জাম্বিয়ার ফরোয়ার্ড ৮ লাখ ৬০ হাজার পাউন্ডে দলের সদস্য হয়েছিলেন, তবে গিরমার দলবদল সেই রেকর্ড ছাড়িয়ে গেছে। তাকে দলে যোগ করতে ফরাসি ক্লাব লিওঁও আগ্রহ দেখিয়েছিল, তবে চেলসি শেষ পর্যন্ত ১ মিলিয়ন ডলারে চুক্তি করেছে।
২৪ বছর বয়সী এই মার্কিন ডিফেন্ডার ২০২২ সাল থেকে সান-দিয়েগো ওয়েভের হয়ে খেলছেন এবং যুক্তরাষ্ট্রের হয়ে ৪৪টি আন্তর্জাতিক ম্যাচে অংশ নিয়েছেন। গত বছর, তিনি আমেরিকান নারী সকারে বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কারও পেয়েছিলেন।
চেলসির সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি করা এই তারকা রক্ষণে নিজেদের শক্তিশালী অবস্থান বজায় রাখার জন্য বিশেষভাবে পরিচিত। ২০২৩ প্যারিস অলিম্পিকে যুক্তরাষ্ট্র নারী ফুটবল দলের স্বর্ণপদক জয়েও তার গুরুত্বপূর্ণ অবদান ছিল। সর্বশেষ আসর নিয়ে মোট পাঁচবার মার্কিন মেয়েরা অলিম্পিক ফুটবলের সর্বোচ্চ ওই মর্যাদা পেয়েছে।