শিরোনাম

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২৫, ১০:৪৩ দুপুর
আপডেট : ১২ এপ্রিল, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমিই হেডমাস্টার, ওদের শাসন করবো, ভালোবাসবো: কোচ মিকি আর্থার

স্পোর্টস ডেস্ক: মিকি আর্থার, বিশ্বের অন্যতম সেরা কোচদের মধ্যে একজন। যখন যেই দলের দায়িত্ব নিয়েছেন, সাফল্য এনে দিয়েছেন। ৫৬ বছর বয়সে রংপুর রাইডার্সের দায়িত্ব নিয়েছেন আর্থার। আর দায়িত্ব নিয়েই নুরুল হাসান সোহান-সাইফ হাসানদের নিয়ে করছেন বাজিমাত। রংপুরকে গ্লোবাল সুপার লিগের শিরোপা জিতিয়েছেন আর্থার।
শুধু তাই নয়, বিপিএলেও নাহিদ রানারা আছে দুর্দান্ত ফর্মে। টানা আটটি ম্যাচে প্রতিপক্ষকে উড়িয়ে দিয়েছে রাইডার্স। কোন মন্ত্রে আর্থার এতোটা সফল সেটা জানিয়েছেন নিজের মুখেই। প্রয়োজনে খেলোয়াড়দের হেড মাস্টার, কখনো বেস্ট ফ্রেন্ড কিংবা কখনো অভিভাবকের ভূমিকায় হাজির হন আর্থার।

বুধবার (২২ জানুয়ারি) চট্টগ্রামে রংপুরের অনুশীলন শেষে তিনি বলেন, হ্যাঁ, এটা হতেই হয়। খেলোয়াড়দের বলেছি, আমিই হেডমাস্টার, বেস্ট ফ্রেন্ড এবং বাবা। তাই যখন কঠোর হওয়া দরকার আমি কঠোর হবো। যখন ভালোবাসা প্রয়োজন, ভালোবাসা দিব।

মোহাম্মদ সাইফউদ্দিনকে মনে ধরেছে আর্থারের। সাইফউদ্দিন অনেক মেধাবী বলে মনে করেন আর্থার। বর্তমানে টাইগার এ পেসারের সাথে গেম সেন্স নিয়ে কাজ করছেন বলে জানিয়েছেন দক্ষিণ অঅফ্রিকার এই কোচ। ভবিষ্যতে সাইফউদ্দিনের মাঝে অনেক ভালো করার সম্ভাবনা দেখছেন আর্থার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়