শিরোনাম
◈ বাংলাদেশের সঙ্গে এলএনজি সরবরাহ চুক্তি নবায়ন করবে কাতার ◈ বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল, গ্রেফতার ১০ ◈ আওয়ামীপন্থি সেই ৬১ আইনজীবীর হাইকোর্টে জামিন ◈ কুয়েট ভিসির অপসারণের দাবিতে দেড় ঘণ্টা অবরোধের পর কর্মসূচি ঘোষণা করে শাহবাগ ছাড়ল শিক্ষার্থীরা (ভিডিও) ◈ মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধের সংস্কার হচ্ছে, ভাঙচুর নয় ◈ পারভেজ হত্যা: ‘দুই বান্ধবীকে’ খুঁজছে পুলিশ ◈ ট্রান্সশিপমেন্ট বাতিল: এবার নতুন তথ্য দিলেন ভারতের সাবেক বাণিজ্য কর্মকর্তা ◈ সাবেক গোয়েন্দা কর্মকর্তা এডিসি নাজমুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ◈ এএইচএফ কাপ হ‌কি‌তে থাইল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনা‌লে বাংলাদেশ ◈ দোহায় বাংলাদেশের চার নারী ক্রীড়াবিদকে অ‌তি‌থি‌দের স‌ঙ্গে পরিচয় করিয়ে দিলেন ড. ইউনূস

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২৫, ১২:২২ রাত
আপডেট : ২১ এপ্রিল, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

তানজিদ তামিম বিপিএলে সর্বোচ্চ রান ও ছক্কা হাঁকানোর শীর্ষে

স্পোর্টস ডেস্ক : আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে জায়গা করে নেয়া বাঁহাতি ওপেনার তানজিদ হাসান তামিম চলতি বিপিএলে দুর্দান্ত ফর্মে আছেন। ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে তিনি এখন টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক ও ছক্কা হাঁকানো ব্যাটার। তার ব্যাট থেকে যেন রানের ফোয়ারা ছুটছে, আর সেই রানও আসছে মারমুখী ভঙ্গিতে।

বুধবার (২২ জানুয়ারি) চট্টগ্রামে চিটাগং কিংসের বিপক্ষে ৯০ রানের দারুণ ইনিংস খেলেছেন তানজিদ হাসান তামিম। এই রান তুলতে ৭টি দৃষ্টিনন্দন ওভার বাউন্ডারি হাঁকান তিনি। এই ইনিংসের মাধ্যমে বিপিএলের এক আসরে বাংলাদেশি হিসেবে সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ড গড়লেন তিনি। এখন পর্যন্ত ২৯টি ছক্কা এসেছে তামিমের ব্যাটে। - যমুনানিউজ

একই ম্যাচে ২৮ বলে ২৫ রানের ইনিংস খেলে চলতি আসরে সর্বোচ্চ রানের ক্যাটাগরিতে এনামুল হক বিজয়কে ছাড়িয়ে গেছেন লিটন দাস। লিটনের রান এখন ৯ ম্যাচে ৩৪৮, যা বিজয়ের চেয়ে ৩ বেশি।

কিন্তু সবাইকে ছাড়িয়ে শীর্ষে উঠে গেছেন তানজিদ তামিম। শেষ চার ম্যাচে তিনটি পঞ্চাশোর্ধ্ব ইনিংসের সাথে একটি সেঞ্চুরির কল্যাণে ১০ ম্যাচে তার মোট রান দাঁড়িয়েছে ৪২০। ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে যেন ধরাছোঁয়ার বাইরে চলে গেছেন তিনি। উল্লেখ্য, ছক্কার হিসেবে তামিমের পরে আছেন পাকিস্তানের খুশদিল শাহ, যিনি ৮ ম্যাচে ছক্কা মেরেছেন ২৩টি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়