শিরোনাম
◈ স্ক্যানিং ছাড়াই চলছে বেনাপোল বন্দর দিয়ে পণ্য প্রবেশ, ঝুঁকিতে নিরাপদ বাণিজ্য! ◈ বিশ্ববিদ্যালয় ছাত্র খুন: প্রেমিকাকেও দেখা গেল সিসিটিভিতে, মামলায় নেই তার অস্তিত্ব ◈ দেশি-বিদেশি মাস্টারপ্ল্যান আওয়ামী লীগকে মাঠে নামানোর পেছনে ◈ পারভেজ হত্যাকাণ্ড: ছাত্রদল বিভ্রান্তিকর প্রচারণা শুরু করেছে: উমামা ফাতেমা (ভিডিও) ◈ নাটোরে ছাত্রলীগ কর্মীকে রিকশায় পিঠে পা চেপে ঘোরানো, ভিডিও ছড়িয়ে পড়ায় তোলপাড় ◈ ‘আমরা একটি কঠিন কিন্তু অপরিহার্য পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি’  ◈ বাংলাদেশ থেকে যাওয়ার সময় জীবননাশের শঙ্কায় ছিলাম: দাবি হাথুরুসিংহের ◈ জাতীয় পরিচয়পত্রের অসুন্দর ছবিটি ঘরে বসেই বদলাবেন যেভাবে ◈ বাংলাদেশ হয়ে সেভেন সিস্টার্সে যাওয়ার রেল প্রকল্প স্থগিত করলো ভারত ◈ ‘৫ বছরে স্থানীয় সরকার নির্বাচনে খরচ ২৩০০ কোটি, তা ৭০০ কোটিতে নামানো সম্ভব’

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২৫, ০১:১২ দুপুর
আপডেট : ১৪ এপ্রিল, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

আল নাসরের জয়ে রোনালদোর অন্যরকম মাইলফলক

স্পোর্টস ডেস্ক: ক্রিশ্চিয়ানো রোনালদো এক ম্যাচ পর আবারো সৌদি প্রো লিগে গোলের দেখা পেলেন। আল নাসরের জার্সিতে একজোড়া গোল করে দলের জয়ে বড় অবদান রাখলেন এই পর্তুগিজ মহাতারকা, একই সঙ্গে স্পর্শ করলেন দারুণ একটি মাইলফলকও।

মঙ্গলবার (২১ জানুয়ারি) আল খালিজের বিপক্ষে ৩-১ ব্যবধানে জয়লাভ করে আল নাসর। প্রথমার্ধে গোল শূন্য থাকলেও ৬৫ মিনিটে রোনালদো নিচু শটে দলের হয়ে প্রথম গোলটি করেন, যা তাকে আল নাসরের হয়ে একশ গোলের (গোল ও অ্যাসিস্ট) মাইলফলক স্পর্শ করিয়ে দেয়। 

৮০ মিনিটে পেনাল্টি থেকে গোল শোধ করে আল খালিজ, তবে পরবর্তী মিনিটে সুলতান আল-ঘানাম আল নাসরকে ফের এগিয়ে দেন। যোগ করা সময়ে শেষ মিনিটে রোনালদো নিজের দ্বিতীয় গোলটি করেন, বক্সে সতীর্থের পাস পেয়ে ফাঁকা জালে বল পাঠিয়ে। 

এ পর্যন্ত ৯২ ম্যাচে রোনালদোর গোল হলো ৮৩টি, সঙ্গে ১৮টি অ্যাসিস্টও রয়েছে। তার ক্যারিয়ার গোল সংখ্যা এখন ৯১৯টি, হাজার গোলের মাইলফলক থেকে আর ৮১টি দূরে। 

এই মৌসুমে সৌদি প্রো লিগে ১৫ ম্যাচে ১৩ গোল করে সর্বোচ্চ গোলদাতা হিসেবে রোনালদো এখন শীর্ষে। ১৬ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে আল নাসর বর্তমানে লিগের তৃতীয় স্থানে রয়েছে, আল ইত্তিহাদ এবং আল হিলাল যথাক্রমে দ্বিতীয় ও প্রথম অবস্থানে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়