শিরোনাম
◈ বিজিবি-বিএসএফ বৈঠক: কৃষক ছাড়া সীমান্তের ১৫০ গজের মধ্যে অন্য কারও না ঢোকার সিদ্ধান্ত ◈ জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ ◈ শেখ হাসিনার ‘হেট স্পিচ’ প্রচার না করার আহ্বান চিফ প্রসিকিউটরের (ভিডিও) ◈ পাকিস্তানি নম্বর থেকে  পাঠানো বাংলাদেশ বিমানে ‘বোমা হামলার’ ভুয়া বার্তায় যা বলা হয়েছিল ◈ সুখবর ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য, কলরেট আগের মতো ◈ নির্বাচনে ফিরতে পারবে না আ.লীগ, সদস্য-সহযোগীদেরও বিচার হবে: ফেসবুক পোস্টে প্রধান উপদেষ্টার প্রেস সচিব ◈ গায়েবি মামলা প্রত্যাহার হচ্ছে, গুরুত্ব পাচ্ছে তিন বছর আগে ও পরের মামলা ◈ বইমেলায় প্রত্যেক দর্শনার্থীকে আর্চওয়ে দিয়ে মেলা প্রাঙ্গণে প্রবেশ করতে হবে : ডিএমপি কমিশনার ◈ ওষুধ, রেস্তোরাঁ ও মোবাইলসহ বেশ কিছু খাতের ভ্যাট কমল ◈ বিমানের সেই ফ্লাইটে বোমা পাওয়া যায়নি, যাত্রীদের তল্লাশি চলছে

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২৫, ১২:৪৭ দুপুর
আপডেট : ২২ জানুয়ারী, ২০২৫, ০৫:৪৭ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

লেজেন্ডস নাইনটি ক্রিকেট লিগে সাকিব-তামিম মুখোমুখি হতে পারে

স্পোর্টস ডেস্ক: তামিম ইকবাল আগেই আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন। অন্যদিকে এখনও বিদায় না বললেও জাতীয় দলের হয়ে খেলার সম্ভাবনা আর নেই বললেই চলে সাকিব আল হাসানের। দেশসেরা এই অলরাউন্ডার খেলছেন না এবারের বিপিএলেও। তবে অবসরপ্রাপ্ত ক্রিকেটারদের নিয়ে শুরু হতে যাওয়া একটি লিগে একে-অপরের বিপক্ষে মাঠে নামার অপেক্ষায় আছেন সাকিব ও তামিম।

সোমবার লেজেন্ডস নাইনটি ক্রিকেট লিগে নিজের অংশগ্রহণের কথা জানান তামিম। আগামী ফেব্রুয়ারিতে ভারতের রায়পুরে শুরু হতে যাওয়া এই লিগে বিগ বয়েস উনিকারি দলের হয়ে খেলবেন জাতীয় দলের এই সাবেক অধিনায়ক। তার দলে আছেন ক্রিস গেইল, হার্শেল গিবস ও তিলকারতেœর মতো তারকারা। - অলআউট স্পোর্টস 
চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণার আগে গত ১০ জানুয়ারি দ্বিতীয়বারের মতো জাতীয় দলকে বিদায় জানান তামিম। এর আগে ২০২৩ সালের জুলাইয়ে আচমকাই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তিনি। তবে পরবর্তীতে সেই সিদ্ধান্ত পরিবর্তন করে আবারও দলে ফিরলেও এক ম্যাচের বেশি খেলতে পারেননি। এরপর ওয়ানডে বিশ্বকাপের দল ঘোষণার পর সাকিবের সঙ্গে তার দ্বন্দ্বের বিষয়টি আরও খোলামেলাভাবে জনসম্মুখে আসে।

অন্যদিকে গত ৬ জানুয়ারি টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট থেকে সাকিবকে দলে নেয় দুবাই জায়ান্টস। সাকিবের সঙ্গে এই দলে আছেন শ্রীলঙ্কার থিসারা পেরেরা, জিম্বাবুয়ের হ্যামিল্টন মাসাকাদজা ও ব্রেন্ডন টেইলর, ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন স্মিথসহ আন্তর্জাতিক ক্রিকেট খেলা সাবেক ক্রিকেটাররা।

জাতীয় দলের হয়ে সবশেষ গত সেপ্টেম্বর-অক্টোবরে মাঠে নেমেছিলেন সাকিব। ভারতের মাটিতে সিরিজের শেষ টেস্টের দিয়ে শেষ হয় সাদা পোশাকে তার ক্যারিয়ার। ২০২৪ টি-টুয়েন্টি বিশ্বকাপ দিয়ে তুলে রাখেন এই ফরম্যাটের জার্সি। গত আগস্টে দেশের রাজনীতির পটপরিবর্তনের পর থেকেই দেশের বাইরে আছেন তিনি। অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের বোলিং নিষিদ্ধ হওয়ায় সবশেষ চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে বাদ পড়েন সাকিব।

আগামী ৬ থেকে ১৮ ফেব্রুয়ারি মাঠে গড়াবে সাত দলের লেজেন্ডস নাইনটি ক্রিকেট লিগ। এর আগে গত বিপিএলের আসরে মুখোমুখি হয়েছিলেন তামিম ও সাকিব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়