স্পোর্টস ডেস্ক : কোপা দেল রের শেষ আটের ড্র অনুষ্ঠিত হলো। স্পেনের ঘরোয়া ফুটবলের দ্বিতীয় সর্বোচ্চ এই আসরের শক্ত প্রতিপক্ষ ভ্যালেন্সিয়াকে পেয়েছে বার্সেলোনা। আর রিয়াল মাদ্রিদ খেলবে সহজ প্রতিদ্বন্দ্বী লেগানেসের বিপক্ষে।
শেষ আটের বাকি দুই ম্যাচে মুখোমুখি হবে দিয়েগো সিমিওনের অ্যাটলেটিকো মাদ্রিদ ও গেতাফে। আর আরেক ম্যাচে মুখোমুখি হবে রিয়াল সোসিয়েদাদ ও ওসাসুনা। কোপা দেল রের শেষ আটের ম্যাচ অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারির ৪ থেকে ৬ তারিখের মধ্যে। কোয়ার্টার ফাইনালের বাধা টপকাতে পারলে আবার হবে ড্র।
সেমিফাইনালের ড্রতে দেখা যেতে পারে রিয়াল ও বার্সার মধ্যেকার ‘এল ক্লাসিকো’। আবার সেটা হতে পারে ফাইনালেও। তবে প্রায় একদশক ধরেই কোপা দেল রের ফাইনালে দেখা হয়নি দুই দলের।
কোপা দেল রে কোয়ার্টার ফাইনালের ড্র
রিয়াল মাদ্রিদ:লেগানেস
বার্সেলোনা:ভ্যালেন্সিয়া
অ্যাটলেটিকো মাদ্রিদ:গেতাফে
রিয়াল সোসিয়েদাদ: ওসাসুনা