শিরোনাম
◈ একটি বৈধ সংসদে ধর্ষণের বিরুদ্ধে প্রকাশ্য শাস্তির আইন পাশ করতে হবে : মির্জা ফখরুল  ◈ বাংলাদেশের জন্য আইএমএফের অর্থ ছাড়ের দুই কিস্তির প্রস্তাব উঠছে জুনে ◈ ঢাবিতে ধর্ষণ-নিপীড়নের বিচারসহ ৩ দাবিতে ছাত্র-জনতার মশাল মিছিল ◈ যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা ◈ সেই শিশুটির জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস ◈ ২০২৬ সালেই এলডিসি থেকে উত্তরণ, প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার ◈ তিন পুলিশ কর্মকর্তা বরখাস্ত ◈ মডেল মসজিদ নির্মাণে সৌদি আরব কোনো টাকা দেয়নি, হয়েছে ব্যাপক অনিয়ম: প্রেস সচিব ◈ হঠাৎ বাংলাদেশের ‘ফোর্স’ নামের এক সিনেমায় পাকিস্তানি মডেল! ◈ সেনাবাহিনীর হেলিকপ্টারে মাগুরায় শিশুটির মরদেহ, জানাজা সম্পন্ন

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২৫, ১০:৩৭ দুপুর
আপডেট : ০৫ মার্চ, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অভিমানে ফুটবল ছেড়ে ব্যবসায় বাংলাদেশের সাফ জয়ের নায়ক আনুচিং মগিনী

নারী ফুটবলারদের হঠাৎ করে ফুটবল ছেড়ে যাওয়ার মিছিল যেন থামছেই না। ২০২২ সালে সাফে প্রথম শিরোপা জেতার পর হুট করে ফুটবল ছেড়ে দিয়েছিলেন সিরাত জাহান, আঁখি খাতুন, আনুচিং মগিনী। এবার আরও এক ফুটবলার ঝরে পড়লেন। আনাই মগিনি বিদায় জানালেন ফুটবলকে।

আনাইয়ের কল্যাণে বাংলাদেশের ট্রফি কেসে যোগ হয়েছিল একটা সাফ শিরোপা। ২০২১ অনূর্ধ্ব ১৯ পর্যায়ের সাফে ভারতের বিপক্ষে ফাইনালের অন্তিম সময়ে গোল করেছিলেন আনাই। সেই এক গোলই বাংলাদেশকে এনে দিয়েছিল ১-০ ব্যবধানের এক দারুণ জয়। 

এরপর তিনি জাতীয় দলে ডাক পেয়েছেন। তবে তারপর দুটো সাফ খেলেছে বাংলাদেশ। তার একটাতেও স্কোয়াডে রাখা হয়নি তাকে। ২০২২ সাফ জয়ের অন্যতম কুশীলব ছিলেন তার ছোট বোন আনুচিং। 

এবার সে অভিমানে আনাই ফুটবলই ছেড়ে দিলেন। ৩১ জনের মধ্যে সোমবার পর্যন্ত ৩০ জন মেয়ে ক্যাম্পে যোগ দিয়েছেন। শুধু যোগ দেননি আনাই। 

তিনি এখন আছেন খাগড়াছড়িতে। কেন তিনি আর ফিরলেন না? তার ছোট বোন আনুচিং বিষয়টা জানালেন, ‘দিদি অভিমান করে ক্যাম্পে যোগ দেননি। বলতে গেলে খেলা ছেড়ে দিয়েছেন। কারণ একজন ভালো ফুটবলার হয়েও খেলতে পারছিলেন না। ক্যাম্পে থাকলেও তাকে সাফে নিয়ে যাওয়া হয়নি। সাফের আগে বাংলাদেশ ভুটান সফর করেছিল। সেই সফরেও বিবেচনা করা হয়নি আনাইকে। দিনের পর দিন অবহেলার শিকার হয়ে অভিমান করে ফুটবল ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দিদি।’ 

ফুটবল তো ছেড়ে গেলেন, এখন কী করবেন আনাই? আনুচিংয়ের কাছ থেকে জানা গেল, তিনি ব্যবসায় নেমে গেছেন ইতোমধ্যেই। তার ভাষ্য, ‘এখানে (খাগড়াছড়িতে) একটি দোকান দিয়েছেন দিদি। সেটা দেখাশোনা করছেন। আর খেলবেন না বলে আমাদের জানিয়েছেন।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়