শিরোনাম
◈ ঢাবিতে শিবিরের ইফতারির পাশাপাশি ৫০০ টাকা করে পেলেন শিক্ষার্থীরা ◈ বাংলাদেশের বর্তমান সংস্কার ও পরিবর্তনে জাতিসংঘ সবসময় পাশে থাকবে: গুতেরেস ◈ ফের ভারতের মিডিয়ায় বাংলাদেশ নিয়ে অপপ্রচার, ভিত্তিহীন এসব খবরে বিভ্রান্ত না হওয়ার আহ্বান ◈ জুমার দিনে যে পাঁচ ভুল কোনোভাবেই কাম্য নয় ◈ ৩ সংবাদমাধ্যমসহ জেমকন গ্রুপের ৩৬ প্রতিষ্ঠানের শেয়ার জব্দ ◈ অগ্রিম টিকিট বিক্রি শুরু, কোন তারিখে ট্রেনের কোন টিকিট এর বিষয়ে যা জানাগেল ◈ ইরানকে আঘাত করলে কঠোর জবাব দেওয়া হবে, আমেরিকা বিশ্বকে ধোঁকা দিচ্ছে: ইমাম খামেনেয়ী ◈ আমি জানি না, ওরা কেনো মাঠ থেকে অবসর নিলো না : খালেদ মাহমুদ সুজন ◈ হান্ড্রেড বলের ক্রিকেটে বাংলাদেশের ২৯ ক্রিকেটারের কেউই দল পেলেন না ◈ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জাতিসংঘ মহাসচিব

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২৫, ১০:৩৫ দুপুর
আপডেট : ১২ মার্চ, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বার্সা-আতলেতিকোকে হারানো দলকে নকআউটে পেল রিয়াল

নক আউট মানে হেরে গেলে সোজা তল্পিতল্পা গুটিয়ে বাড়ির পথ ধরা। এমন পর্বে বড়-ছোট দলের পার্থক্যটা খুব ফিকে হয়ে আসে। কোপা দেল রের পুরো টুর্নামেন্টটাই নকআউট পদ্ধতির। তবে আসল নক আউট শুরু হয় শেষ আটে, এর আগের পর্বেই যে বেশিরভাগ নিচের বিভাগের দলগুলো বিদায় নেয়।

কোপা দেল রের সেই শেষ আট আসছে সামনে। ড্র হয়ে গেছে, প্রত্যেকটা দল জেনে গেছে নিজেদের প্রতিপক্ষের নাম। শিরোপা প্রত্যাশী রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা আর আতলেতিকো মাদ্রিদও জেনে গেছে কাদের বিপক্ষে খেলতে হবে।  

তবে প্রতিপক্ষ বিচারে রিয়াল মাদ্রিদই কি তুলনামূলক কঠিন দলের সামনে পড়ছে? প্রশ্নটা উদ্ভট ঠেকতে পারে। তাদের প্রতিপক্ষ লেগানেস, যারা আবার লিগ টেবিলে আছে অবনমন অঞ্চলের একটু ওপরে। এমন দলকে আপনি কীভাবে ‘কঠিন’ বলতে পারেন?

পারেন। সেক্ষেত্রে আপনাকে তাদের চলতি মৌসুমটা দেখতে হবে। শেষ দেড় মাসে তারা বড় দুই জয় তুলে নিয়েছে। দল দুটোর নাম– বার্সেলোনা আর আতলেতিকো। ১৬ ডিসেম্বর বার্সাকে দলটা হারিয়েছে সের্হিও গনজালেসের গোলে। এরপর গত ১৮ জানুয়ারি আতলেতিকোকে দলটা হারিয়েছে মাতিহা নাস্তাসিচের একমাত্র গোলে ভর করে। 

সেই লেগানেসই শেষ আটে রিয়াল মাদ্রিদের সামনে পড়ছে। তবে রিয়াল অবশ্য তাদের লিগে হারিয়েছে ৩-০ গোলে। নিজেদের ফর্ম তো বটেই, রিয়াল সে ম্যাচের দিকে তাকিয়েও অনুপ্রেরণা খুঁজতে পারে। 

এদিকে শেষ আটে বার্সেলোনা মুখোমুখি হবে ভ্যালেন্সিয়ার। গত আগস্টে শুরুতে পিছিয়ে পড়েও দলটাকে বার্সেলোনা হারিয়েছিল রবার্ট লেভান্ডভস্কির জোড়া গোলের সুবাদে। আগামী ফেব্রুয়ারির শুরুর দিকে কোপা দেল রের এই লড়াইয়ে নামবে বার্সা আর ভ্যালেন্সিয়া। এর আগে লিগেও একবার দলটার বিপক্ষে খেলতে হবে তাদের, আগামী ২৭ জানুয়ারি হবে ম্যাচটা। এদিকে আতলেতিকো মাদ্রিদ কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে খেলবে হেতাফের বিপক্ষে। শেষ আটের অন্য ম্যাচে রিয়াল সোসিয়েদাদ আতিথ্য দেবে অসাসুনাকে। ম্যাচগুলো আগামী ৪ থেকে ৬ ফেব্রুয়ারিতে মাঠে গড়াবে।

এক নজরে শেষ আটের ড্র–
ভ্যালেন্সিয়া–বার্সেলোনা
লেগানেস–রিয়াল মাদ্রিদ
আতলেতিকো মাদ্রিদ–হেতাফে
রিয়াল সোসিয়েদাদ–অসাসুনা

  • সর্বশেষ
  • জনপ্রিয়