শিরোনাম
◈ জাতীয় পরিচয়পত্রের অসুন্দর ছবিটি ঘরে বসেই বদলাবেন যেভাবে ◈ বাংলাদেশ হয়ে সেভেন সিস্টার্সে যাওয়ার রেল প্রকল্প স্থগিত করলো ভারত ◈ ‘৫ বছরে স্থানীয় সরকার নির্বাচনে খরচ ২৩০০ কোটি, তা ৭০০ কোটিতে নামানো সম্ভব’ ◈ নারী সংস্কার কমিশনের কিছু সুপারিশ কোরআন-হাদিসের লঙ্ঘন, বললেন জামায়াতে ইসলামীর আমির ◈ রামপালের চেয়ে ৬০% কম: মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৮.৪৫ টাকা ◈ সোনার খোঁজে নেপাল যা‌চ্ছে বাংলাদেশ টেবিল টেনিস দল ◈ সংসদীয় সংস্কারে রাষ্ট্রপতির স্বাধীন সিদ্ধান্তের পক্ষে বিএনপি, ২২ এপ্রিল তৃতীয় দফা বৈঠক ◈ ডিসেম্বরে নির্বাচন আদায়ে সোচ্চার বিএনপি, সর্বদলীয় জনমত গঠনে জোর, চলছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ ◈ সিলেটে বাংলা‌দেশ অলআউট ১৯১ রা‌নে, দিন শে‌ষে জিম্বাবুয়ের সংগ্রহ বিনা উই‌কে‌টে ৬৭ ◈ সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার সুযোগ চায় বিএনপি: চারটি বিষয়ে ব্যতিক্রম প্রস্তাব

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২৫, ০৪:৪৭ দুপুর
আপডেট : ১৫ এপ্রিল, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেসি গোল পেলেও জয় পায়নি মায়ামি

ইন্টার মায়ামির জার্সিতে নতুন বছরে প্রথমবার মাঠে নেমেই গোলের দেখা পেলেন লিওনেল মেসি। যদিও জয় পায়নি তার দল। প্রীতি ম্যাচে ক্লাব আমেরিকার বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে মায়ামি।

আজ রবিবার যুক্তরাষ্ট্রের অ্যালিগ্যান্ট মেসি গোল পেলেও হারের পথেই ছিল ইন্টার মায়ামি। একদম শেষ মুহূর্তে গোল করে মায়ামির হার ঠেকান টমাস আভিলেস।

ফেব্রুয়ারিতে শুরু হবে এমএলএসের নতুন মৌসুম। তার আগে নিজেদের ঝালিয়ে নিতে প্রীতি ম্যাচ খেলছে ইন্টার মায়ামি। ক্লাব আমেরিকার বিপক্ষে এই প্রীতি ম্যাচ দিয়েই নতুন বছরকে স্বাগত জানাল লিওনেল মেসির দল।

তবে এদিন মাঠে আধিপত্য ছিল ক্লাব আমেরিকারই। ৬৫ শতাংশ সময় বল তাদের দখলেই ছিল। গোলেও শট নিয়েছে বেশি। ১০টি শট নিয়ে ৩টি লক্ষ্যে রাখে তারা। অন্যদিকে মায়ামি ৫টি শট নিয়ে ৩টি লক্ষ্যে রাখতে পারে।

ক্লাব আমেরিকা ৩১ মিনিটে এগিয়ে যায় । হেনরি মার্টিন গোল করে দলকে এগিয়ে দেন। তবে ৩ মিনিট পরেই মায়ামিকে সমতায় ফেরান অধিনায়ক মেসি। লুইস সুয়ারেজের পাস থেকে বছরের প্রথম গোলটি করেন তিনি। প্রথমার্ধ শেষে সমতা নিয়েই বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে ৫২ মিনিটে ফের এগিয়ে যায় ক্লাব আমেরিকা। ইসরায়েল রেইয়েস গোলটি করেন। ৬৫ ও ৬৬ মিনিটে সুয়ারেজ ও মেসিকে মাঠ থেকে তুলে নেনইন্টার মায়ামির কোচ হাভিয়ের মাশ্চেরানো।

শেষ বাঁশি বাজার ঠিক আগ মুহূর্তে গোলের দেখা পায় মায়ামি। ২০ বছর বয়সী আর্জেন্টাইন সেন্টারব্যাক টমাস আভিলেস গোল করে সমতায় ফেরান দলকে।

ইন্টার মায়ামি পরবর্তী প্রীতি ম্যাচ খেলতে মাঠে নামবে আগামী ৩০ জানুয়ারি। সেই ম্যাচে তাদের প্রতিপক্ষ ইউনিভার্সিতারিও।

  • সর্বশেষ
  • জনপ্রিয়