শিরোনাম
◈ বাংলাদেশের আইনে কী আছে পুরুষদের ধর্ষণের বিষয়ে? ◈ কূটনীতিকের কানাডায় পালিয়ে গিয়ে বিস্ফোরক মন্তব্য, যা বললো পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ আমরা যথেষ্ট ভাগ্যবান, কারণ আমাদের সমুদ্র আছে : প্রধান উপদেষ্টা ◈ ছয় মাস পর জাতীয় দলে ফিরলেন এমবাপ্পে ◈ ইউএনও’র সহযোগিতায় হুইল চেয়ার পেয়ে আবেগে বললো এবার আমি স্কুলে যেতে পারবো  ◈ যৌথ বাহিনীর অভিযানে ৩৮৩ জন গ্রেফতার ◈ খুরুশকুলের জলবায়ু উদ্বাস্তু পুনর্বাসন প্রকল্প পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা ◈ বিশ্বে প্রথমবার স্বর্ণের দাম তিন হাজার ডলার প্রতি আউন্স ◈ নতুন বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসুক: ড. আবদুল মঈন খান ◈ বিশ্বকাপে খেলার সুযোগ নাও হতে পারে ব্রাজিলের

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২৫, ০৭:৩৯ বিকাল
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

পাকিস্তানি বংশোদ্ভুত ইংলিশ ক্রিকেটার সাকিব মাহমুদ অবশেষে ভারতের ভিসা পেলেন

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ড দল ভারতের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি ম্যাচ খেলার উদ্দেশে ১৭ জানুয়ারি শুক্রবার ভারতের উদ্দেশে উড়াল দেয়। তার আগে ভালোই বিপদে পড়েছিল ইংল্যান্ড দল। শুরুতে ভারতের ভিসা পাননি পেসার সাকিব মাহমুদ। অবশেষে সেই সমস্যার সমাধান হয়েছে, ভারতের ভিসা পেয়েছেন সাকিব।

বর্তমানে দুবাইতে ক্যাম্প করছে ইংল্যান্ডের খেলোয়াড়রা। কিন্তু ভিসা ভারতীয় দূতাবাসে থাকায় দলের সাথে ছিলেন না সাকিব। ভিসা পাওয়ায় এখন তিনি অনুশীলনে যোগ দেবেন। পাকিস্তানি বংশোদ্ভুত ক্রিকেটারদের ভারতের ভিসা নিয়ে জটিলতা নতুন নয়। এর আগেও একই সমস্যার সম্মুখীন হয়েছিলেন সাকিব। বছর ছয়েক আগে ২০১৯ সালে ইংল্যান্ড লায়ন্সের হয়ে ভারত সফরের সময়ও একই সমস্যায় পড়েছিলেন এই পেসার।

এর আগে ভারতে টেস্ট সিরিজ চলাকালে ভিসা জটিলতায় পড়েন পাকিস্তানি বংশোদ্ভূত আরেক ইংলিশ স্পিনার শোয়েব বশির। এমনকি ভিসা হাতে না পাওয়ায় শেষ পর্যন্ত সিরিজের প্রথম টেস্টে খেলাও হয়নি তার। শুধু তাই নয় পাকিস্তানি বংশোদ্ভূত প্রায় সব ইংলিশ ক্রিকেটারদেরই নানা সময় ভারতের ভিসা পাওয়া নিয়ে জটিলতা তৈরি হয়। এই সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়েছে আদিল রশিদ ও রেহান আহমেদকেও। শুধু ইংল্যান্ডের ক্রিকেটার নয়, অস্ট্রেলিয়ার উসমান খাজাও একই সমস্যার সম্মুখীন হয়েছিলেন।

সাকিব ইংল্যান্ডের হয়ে এখন পর্যন্ত খেলেছেন ২টি টেস্ট, ৯টি ওয়ানডে ও ১৮টি টি-টোয়েন্টি। সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরের দলেও ছিলেন সাকিব। ৪ ম্যাচে ৯ উইকেট শিকার করে সিরিজ সেরা খেলোয়াড় হয়েছিলেন এই পেসার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়