শিরোনাম
◈ হান্ড্রেড বলের ক্রিকেটে বাংলাদেশের ২৯ ক্রিকেটারের কেউই দল পেলেন না ◈ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জাতিসংঘ মহাসচিব ◈ গালি দেওয়া সেই সংবাদ উপস্থাপিকার চাকরি ফিরিয়ে দিতে বললেন হাসনাত ◈ বাংলাদেশে থাকতে চাই না, আমাদের বার্মা ফেরত পাঠাও, খাদ্য সহায়তা কমানোয় দেশে ফিরতে চান রোহিঙ্গারা ◈ সৌদি আরবের হঠাৎ সিদ্ধান্তে হাজারো ওমরাহযাত্রী  বিপাকে ◈ গণঅভ্যুত্থানে অংশ নেওয়া তরুণদের নিয়ে আরেকটি দল গঠনের ইঙ্গিত ◈ কী ঘটেছিল সেই রাতে, কেঁদে কেঁদে জানালেন আছিয়ার মা ◈ কালবৈশা‌খীর সঙ্গে ‌সিলেটে শিলাবৃষ্টি (ভিডিও) ◈ ৩৭টির মধ্যে ৭টি রাজনৈতিক দল সংস্কার বিষয়ে মতামত দিয়েছে ◈ আবু সাঈদের রক্তমাখা জামাসহ আলামত জব্দের অনুমতি পেল ট্রাইব্যুনাল

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২৫, ০৭:৩৯ বিকাল
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

পাকিস্তানি বংশোদ্ভুত ইংলিশ ক্রিকেটার সাকিব মাহমুদ অবশেষে ভারতের ভিসা পেলেন

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ড দল ভারতের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি ম্যাচ খেলার উদ্দেশে ১৭ জানুয়ারি শুক্রবার ভারতের উদ্দেশে উড়াল দেয়। তার আগে ভালোই বিপদে পড়েছিল ইংল্যান্ড দল। শুরুতে ভারতের ভিসা পাননি পেসার সাকিব মাহমুদ। অবশেষে সেই সমস্যার সমাধান হয়েছে, ভারতের ভিসা পেয়েছেন সাকিব।

বর্তমানে দুবাইতে ক্যাম্প করছে ইংল্যান্ডের খেলোয়াড়রা। কিন্তু ভিসা ভারতীয় দূতাবাসে থাকায় দলের সাথে ছিলেন না সাকিব। ভিসা পাওয়ায় এখন তিনি অনুশীলনে যোগ দেবেন। পাকিস্তানি বংশোদ্ভুত ক্রিকেটারদের ভারতের ভিসা নিয়ে জটিলতা নতুন নয়। এর আগেও একই সমস্যার সম্মুখীন হয়েছিলেন সাকিব। বছর ছয়েক আগে ২০১৯ সালে ইংল্যান্ড লায়ন্সের হয়ে ভারত সফরের সময়ও একই সমস্যায় পড়েছিলেন এই পেসার।

এর আগে ভারতে টেস্ট সিরিজ চলাকালে ভিসা জটিলতায় পড়েন পাকিস্তানি বংশোদ্ভূত আরেক ইংলিশ স্পিনার শোয়েব বশির। এমনকি ভিসা হাতে না পাওয়ায় শেষ পর্যন্ত সিরিজের প্রথম টেস্টে খেলাও হয়নি তার। শুধু তাই নয় পাকিস্তানি বংশোদ্ভূত প্রায় সব ইংলিশ ক্রিকেটারদেরই নানা সময় ভারতের ভিসা পাওয়া নিয়ে জটিলতা তৈরি হয়। এই সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়েছে আদিল রশিদ ও রেহান আহমেদকেও। শুধু ইংল্যান্ডের ক্রিকেটার নয়, অস্ট্রেলিয়ার উসমান খাজাও একই সমস্যার সম্মুখীন হয়েছিলেন।

সাকিব ইংল্যান্ডের হয়ে এখন পর্যন্ত খেলেছেন ২টি টেস্ট, ৯টি ওয়ানডে ও ১৮টি টি-টোয়েন্টি। সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরের দলেও ছিলেন সাকিব। ৪ ম্যাচে ৯ উইকেট শিকার করে সিরিজ সেরা খেলোয়াড় হয়েছিলেন এই পেসার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়