শিরোনাম
◈ ‘দায়মুক্তি’ শিরোনামে আওয়ামী লীগের লাইভ অনুষ্ঠানে যোগ দেবেন শেখ হাসিনা ◈ ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরাইলের সঙ্গে সম্পর্ক নয়: ট্রাম্পকে সৌদির পাল্টা জবাব ◈ এবার যশোরেও ডাস্টবিনে শেখ হাসিনার ছবি ◈ যুব চ্যাম্পিয়নশিপে  ব্রাজিল ও আর্জেন্টিনার কষ্টের জয় ◈ লন্ডনে লিফলেট বিতরণে যে নাটক করলেন আওয়ামী লীগ নেতারা, নিতে প্রত্যাখ্যান ব্যবসায়ী! (ভিডিও) ◈ গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে প্রাপ্তির ফারাক কতটা? ◈ জামায়াত এখনই নির্বাচনের প্রার্থী ঘোষণা করছে কেন? ◈ আসিফ-নাহিদরা পদত্যাগ করলেও সরকারে থাকতে পারেন ছাত্র প্রতিনিধি ◈ ঢাকার সড়কে চালু হচ্ছে গোলাপি রংয়ের ২,৬১০টি বাস ◈ চৌকিতে আমু ফ্লোরে ঘুমান সালমান, খাবার অনেক সময় গন্ধ হয়ে যায়: যেমন কাটছে সাবেক মন্ত্রী-এমপিদের কারাজীবন

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২৫, ০৬:৪৩ বিকাল
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

সিলেট স্ট্রাইকার্সকে বড় ব্যবধানে হারালো দুর্বার রাজশাহী

স্পোর্টস ডেস্ক : সিলেট স্ট্রাইকার্স এবারো পারলো না। দুর্বার রাজশাহীর কাছে সহজেই হারলো। পদ্মাপাড়ের দলটি নিজেদের সবশেষ ম্যাচে বিপিএলের ইতিহাসে সবচেয়ে বাজে হারের তিক্ত স্বাদ পেয়েছিলো। এরপর বকেয়া পারিশ্রমিকের দাবিতে অনুশীলন বন্ধ রেখেছিলেন ক্রিকেটাররা। পারিশ্রমিকের নিশ্চয়তা পাওয়ার পর মাঠে ফিরে  প্রতিপক্ষকে উড়িয়ে দিয়েছে রাজশাহী। তারা সিলেট স্ট্রাইকার্সকে ৬৫ রানে হারিয়েছে। 

শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগে ব্যাট করে ৭ উইকেটে ১৮৪ রানের সংগ্রহ পায় রাজশাহী। জবাবে প্রতিপক্ষ পেসারদের সামনে দাঁড়াতেই পারেনি সিলেটের ব্যাটাররা। ১৫ বল আগেই তারা গুটিয়ে যায় ১১৯ রানে।

দুর্দান্ত ঢাকার বিপক্ষে গত রোববার রাজশাহী হেরেছিল ১৪৯ রানে, যা বিপিএলের ইতিহাসে রানের ব্যবধানে সবচেয়ে বড় হার। এরপর বকেয়া পারিশ্রমিকের দাবিতে বুধবার নিজেদের নির্ধারিত অনুশীলন বর্জন করেছিল দলের খেলোয়াড়রা। মালিকপক্ষের আশ্বাসে পরদিন আবার অনুশীলনে ফেরে তারা। এবার ব্যাট-বলের দুর্দান্ত পারফরম্যান্সে ৭ ম্যাচে নিজেদের তৃতীয় জয় তুলে নিল বিজয়-তাসকিনরা।

এদিন ব্যাট হাতে রানের দেখা পেয়েছে রাজশাহীর সবাই। প্রত্যেক ব্যাটারের ছোট ছোট ইনিংসের মাঝে অধিনায়ক বিজয়ের ২২ বলে ৩২ এবং রায়ান বার্লের ২৭ বলে ৪১ রানের ওপর ভর করে বড় সংগ্রহের ভিত পায় দলটি।

রান তাড়ায় ম্যাচসেরা সানজামুল ইসলামের ঘূর্ণিতে ১৩ রানের ভেতর দুই ওপেনারকে হারায় সিলেট। তবে তৃতীয় উইকেটে জাকির হাসান ও জর্জ মানসির (২০) ৫৯ রানের জুটিতে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় তারা। কিন্তু ২৮ বলে ৩৯ রান করা জাকির ফেরার পর এই জুটি ভাঙতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে পুরো ব্যাটিং অর্ডার।

তাসকিন আহমেদ ও মৃত্যুঞ্জয় চৌধুরীদের পেস তোপের মাঝে জাকের আলীর ৩১ রান ছাড়া আর কোনো ব্যাটার দুই অঙ্ক স্পর্শ করতে পারেনি। সানজামুলের শিকার ৩ উইকেট। তাসকিন, মৃত্যুঞ্জয় ও আফতাব আলম নিয়েছেন ২টি করে উইকেট। এই জয়ে পয়েন্ট তালিকার চারে উঠে এসেছে রাজশাহী। ৭ ম্যাচে ২ জয়ে তালিকার ছয় নম্বরে আছে সিলেট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়