শিরোনাম
◈ কাতারে পৌঁছেছেন ড. ইউনূস, পেলেন লালগালিচা সংবর্ধনা ◈ স্বাস্থ্য উপদেষ্টার এপিএসকেও সরিয়ে দেওয়া হলো ◈ নকশা না মেনে গড়ে ওঠা রাজধানীর ৩ হাজার ৩৮২ ভবন ভাঙা হবে: রাজউক চেয়ারম্যান ◈ যেসকল সেবা মেলে না এনআইডি লক হলে ◈ মেজর সিনহা হত্যা মামলায় ডেথ রেফারেন্স অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির সিদ্ধান্ত ◈ সাংবাদিকের করা এক প্রশ্নে বাংলাদেশি নই বলা টিউলিপ বাংলাদেশের এনআইডি-পাসপোর্টধারী ◈ আর্থিক প্রতিষ্ঠানে এসি চালানো নিয়ে নতুন নির্দেশনা ◈ গাজী সালাউদ্দিন তানভীরকে দুই অভিযোগ ওঠার পর সাময়িক অব্যাহতি দিল এনসিপি ◈ আবারও স্বর্ণের দামে নতুন ইতিহাস, দেশে ভরিতে কত বাড়লো? ◈ বিদেশি বিনিয়োগকারীদের নিরাপত্তায় হটলাইন

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২৫, ০৭:২৪ বিকাল
আপডেট : ০৬ এপ্রিল, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা ক্যাপিটালস দাঁড়াতেই পারলো না, তামিমের ফিফটিতে সহজ জয় বরিশালের

নিজস্ব প্রতিবেদক : সিলেট স্টেডিয়াম কাপানো ঢাকা ক্যাপিটালস বিপিএলের রেকর্ড বইয়ের পাতা ওলটপালট করে দিয়েছিলো। অভিনেতা শাকিব খানের সেই ঢাকাকে চেনা গেলো না ফরচুন বরিশালের বিরুদ্ধে। এই ম্যাচে আবারও নিজেদের পুরোনো রূপেই ফিরে গেল ফ্র্যাঞ্চাইজিটি। ব্যাট-বলের দুর্দান্ত নৈপুণ্যে তাদেরকে ৮ উইকেটে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল।

চট্টগ্রাম পর্বে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) প্রথম ম্যাচে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তানজিত হাসান তামিমের ৬২ রানের ইনিংসের পর ১৩৯ রানেই গুটিয়ে যায় ঢাকা। জবাবে তামিম ইকবালের ফিফটিতে ২৪ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় বরিশাল।

দুর্বার রাজশাহীর বিপক্ষে রেকর্ড জুটি গড়া লিটন দাস ও তানজিদের উদ্বোধনী জুটি এ দিন শেষ হয় ৩১ রানে। সেই ম্যাচে ১২৫ রানে অপরাজিত থাকা লিটন এদিন সাজঘরে ফেরেন ১৭ বলে ১৩ রান করে। উদ্বোধনী জুটি ভাঙতেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে শুরু করে ঢাকা। ১০ রানের বেশি করতে পারেননি সাব্বির রহমান।

তবে একপ্রান্ত আগলে রেখে দলের রান বাড়াতে থাকেন তানজিদ। আগের ম্যাচের শতক হাঁকানো ফর্ম ধরে রেখে তুলে ৩৯ বলে তুলে নেন ফিফটি। এবারের আসরে বাঁহাতি এই ওপেনারের এটি তৃতীয় পঞ্চাশ ছোঁয়া ইনিংস। শেষ পর্যন্ত তার ৪৪ বলের ইনিংসটি থামে ৪ ছক্কা ও ২ চারে। তিনি সাজঘরে ফেরার খানিক বাদে ৩ বল আগে অলআউট হয় ঢাকা। তানভীর ইসলামের শিকার ৩ উইকেট।

রান তাড়ায় শুরুতেই নাজমুল হোসেন শান্তর (২) উইকেট হারায় বরিশাল। তবে দ্বিতীয় উইকেটে ডাভিড মালানের সঙ্গে তামিমের ১১৭ রানের জুটিতে জয় পেতে কোনো অসুবিধা হয়নি বর্তমান চ্যাম্পিয়নদের। চলতি আসরে নিজের দ্বিতীয় ফিফটি হাঁকিয়ে তামিম ফেরেন ৬১ রান করে। ৪৮ বলের ইনিংসটি সাজান ৬ চার ও ১ ছক্কায়। এরপর এবারের আসরে প্রথম ম্যাচ খেলতে নামা মালান ৪৯ রানে অপরাজিত থেকে দলের জয় নিয়ে মাঠ ছাড়েন।
৬ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে তালিকার দুই নম্বরে আছে বরিশাল। ৮ ম্যাচের ৭টিতে হারা ঢাকার অবস্থান তালিকার তলানীতে। ৭ ম্যাচের সবকটিতে জিতে শীর্ষে রংপুর রাইডার্স।

  • সর্বশেষ
  • জনপ্রিয়