শিরোনাম
◈ ফরেনসিক ডিএনএ ল্যাব হচ্ছে চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে ◈ এসএসসির পর এবার দাখিলের সূচিতে পরিবর্তন ◈ চুয়েট নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ১৯ নেতাকে বহিষ্কার ◈ নির্বাচন সংস্কার কমিশনের সঙ্গে ইসির ভিন্নমত, জাতীয় ঐকমত্য কমিশনে চিঠি ◈ নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনে নীতিগত সিদ্ধান্ত : আইন উপদেষ্টা ◈ বাংলাদেশের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র: এনডিটিভিকে মার্কিন গোয়েন্দা প্রধান (ভিডিও) ◈ করোনা ভ্যাকসিন কেনায় ২২ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ দুদকের ◈ স্ত্রীসহ বিদেশ যাওয়ার অনুমতি পেলেন ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ◈ ভারতীয় মিডিয়া বিশ্বব‍্যাপী বাংলাদেশের বদনাম ছড়াচ্ছে: পররাষ্ট্র উপদেষ্টা ◈ পটকা মাছ এক রাতেই ধ্বংস করে দিলো পুরো পরিবার!

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২৫, ০৬:৫৬ বিকাল
আপডেট : ১৭ মার্চ, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুরুষ ও নারী ফুটবল কোচ কাবরেরা-বাটলারের মেয়াদ বাড়লো

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভায় জাতীয় নারী ফুটবল দলের কোচ পিটার বাটলার এবং পুরুষ দলের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বাফুফে সভাপতি ইংল্যান্ডে থাকায় সভায় যুক্ত হয়েছিলেন অনলাইনে। 

সভায় উপস্থিত কর্মকর্তারা জানান, পিটার বাটলারের সঙ্গে দু’বছরের জন্য নতুন চুক্তি নবায়ন করা হবে, আর হ্যাভিয়ের ক্যাবরেরার সঙ্গে চুক্তি করা হবে ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত। ফেডারেশন সূত্রে জানা গেছে, বাফুফে সভাপতি তাবিথ আউয়ালই এই সিদ্ধান্তের পক্ষে ছিলেন এবং অন্যান্য সদস্যরা তা সমর্থন করেন। চুক্তির আনুষ্ঠানিকতা খুব শিগগিরই সম্পন্ন হবে। 

এছাড়া, বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বর্তমানে ইংল্যান্ডে অবস্থান করছেন এবং ফিফার আর্থিক জটিলতা শিগগিরই মিটে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন। তবে জরুরি কমিটির সভায় কোচ নিয়োগের বিষয়টি নিয়ে নির্বাহী কমিটির বেশ কিছু সদস্য নাখোশ হয়েছেন, কারণ তারা মনে করেন, এ বিষয়ে আলোচনা নির্বাহী কমিটির সভায় হওয়া উচিত ছিল। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়