শিরোনাম
◈ ডিসেম্বরে নির্বাচন আদায়ে সোচ্চার বিএনপি, সর্বদলীয় জনমত গঠনে জোর, চলছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ ◈ সিলেটে বাংলা‌দেশ অলআউট ১৯১ রা‌নে, দিন শে‌ষে জিম্বাবুয়ের সংগ্রহ বিনা উই‌কে‌টে ৬৭ ◈ সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার সুযোগ চায় বিএনপি: চারটি বিষয়ে ব্যতিক্রম প্রস্তাব ◈ যাত্রাবাড়ী ও শাহবাগে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৫ ◈ রিজার্ভ বেড়ে পৌনে ২৭ বিলিয়ন ডলার ◈ বেড়ে দেড় লাখ টাকার মাইলফলকে পৌঁছাল স্মারক স্বর্ণমুদ্রার দাম ◈ রাজনৈতিক দলের নিবন্ধনের সময়সীমা ২২ জুন পর্যন্ত বাড়ল ◈ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ভারতীয় ও চীনা শিক্ষার্থীদের মামলা ◈ মুখে কালো কাপড়, আওয়ামী লীগের ব্যানারে রহস্যজনক মিছিল (ভিডিও)  ◈ ‘অত্যাচার করে’ পুলিশ হত্যার জবানবন্দি নেয়া হয়েছিল: আইন উপদেষ্টা

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২৫, ০৬:৫৬ বিকাল
আপডেট : ১০ এপ্রিল, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুরুষ ও নারী ফুটবল কোচ কাবরেরা-বাটলারের মেয়াদ বাড়লো

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভায় জাতীয় নারী ফুটবল দলের কোচ পিটার বাটলার এবং পুরুষ দলের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বাফুফে সভাপতি ইংল্যান্ডে থাকায় সভায় যুক্ত হয়েছিলেন অনলাইনে। 

সভায় উপস্থিত কর্মকর্তারা জানান, পিটার বাটলারের সঙ্গে দু’বছরের জন্য নতুন চুক্তি নবায়ন করা হবে, আর হ্যাভিয়ের ক্যাবরেরার সঙ্গে চুক্তি করা হবে ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত। ফেডারেশন সূত্রে জানা গেছে, বাফুফে সভাপতি তাবিথ আউয়ালই এই সিদ্ধান্তের পক্ষে ছিলেন এবং অন্যান্য সদস্যরা তা সমর্থন করেন। চুক্তির আনুষ্ঠানিকতা খুব শিগগিরই সম্পন্ন হবে। 

এছাড়া, বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বর্তমানে ইংল্যান্ডে অবস্থান করছেন এবং ফিফার আর্থিক জটিলতা শিগগিরই মিটে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন। তবে জরুরি কমিটির সভায় কোচ নিয়োগের বিষয়টি নিয়ে নির্বাহী কমিটির বেশ কিছু সদস্য নাখোশ হয়েছেন, কারণ তারা মনে করেন, এ বিষয়ে আলোচনা নির্বাহী কমিটির সভায় হওয়া উচিত ছিল। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়