শিরোনাম
◈ নারী সংস্কার কমিশনের কিছু সুপারিশ কোরআন-হাদিসের লঙ্ঘন, বললেন জামায়াতে ইসলামীর আমির ◈ রামপালের চেয়ে ৬০% কম: মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৮.৪৫ টাকা ◈ সোনার খোঁজে নেপাল যা‌চ্ছে বাংলাদেশ টেবিল টেনিস দল ◈ সংসদীয় সংস্কারে রাষ্ট্রপতির স্বাধীন সিদ্ধান্তের পক্ষে বিএনপি, ২২ এপ্রিল তৃতীয় দফা বৈঠক ◈ ডিসেম্বরে নির্বাচন আদায়ে সোচ্চার বিএনপি, সর্বদলীয় জনমত গঠনে জোর, চলছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ ◈ সিলেটে বাংলা‌দেশ অলআউট ১৯১ রা‌নে, দিন শে‌ষে জিম্বাবুয়ের সংগ্রহ বিনা উই‌কে‌টে ৬৭ ◈ সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার সুযোগ চায় বিএনপি: চারটি বিষয়ে ব্যতিক্রম প্রস্তাব ◈ যাত্রাবাড়ী ও শাহবাগে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৫ ◈ রিজার্ভ বেড়ে পৌনে ২৭ বিলিয়ন ডলার ◈ বেড়ে দেড় লাখ টাকার মাইলফলকে পৌঁছাল স্মারক স্বর্ণমুদ্রার দাম

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২৫, ১২:৪১ দুপুর
আপডেট : ১৭ এপ্রিল, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইংলিশ লিগে টটেনহ্যামকে ২-১ গোলে হারালো আর্সেনাল

স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে দুই দলই দুর্দান্ত খেলেছে।  হাইভোল্টেজ এই ম্যাচে জয় পেয়েছে আর্সেনাল। ঘরের মাঠে টটেনহ্যামকে ২-১ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের দুই নম্বরে উঠে এসেছে তারা।  বুধবার (১৫ জানুয়ারি) আর্সেনালের ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে প্রথমার্ধেই এই তিনটি গোল হয়। শুরুতে আধিপত্য দেখায় টটেনহ্যাম। ম্যাচের ২৫ মিনিটে গোল পায় স্পার্সরা। দলকে লিড এনে দেন অধিনায়ক সন হিয়ুন মিন।

তবে প্রথমার্ধেই সমতায় ফেরে আর্সেনাল। ৪০ মিনিটে র্কনার থেকে সৃষ্ট আক্রমণে গানার ডিফেন্ডার গ্যাব্রিয়ালের হেড টটেনহ্যাম স্ট্রাইকার সোলাঙ্কির গায়ে লেগে জড়িয়ে যায় জালে। ৪৪ মিনিটে জয়সূচক গোলটি পেয়ে যায় মিকেল আর্তেতার দল। এবার লেফট উইঙ্গার ট্রোসার্ডের দারুণ ফিনিশিংয়ে ২-১ এর জয় নিশ্চিত হয় দলটির।

এদিকে, দিনের অন্য ম্যাচগুলোতে উলভসকে ৩-০ গোলে নিউক্যাসল, এভারটনকে ১-০ গোলে অ্যাস্টন ভিলা ও লিস্টার সিটিকে ২-০ গোলে ক্রিস্টাল প্যালেস হারিয়েছে। নর্থ লন্ডন ডার্বি’ জয়ের ফলে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এসেছে আর্সেনাল। ২১ ম্যাচে ১২ জয়, ৭ ড্র ও ২ হারে তাদের পয়েন্ট ৪৩। পয়েন্ট টেবিলের শীর্ষে যথারীতি লিভারপুল, এক ম্যাচ কম খেলে তাদের পয়েন্ট ৪৭। তিনে রয়েছে নটিংহ্যাম ফরেস্ট। ম্যান সিটি রয়েছে ৩৫ পয়েন্ট নিয়ে ষষ্ঠ অবস্থানে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়