স্পোর্টস ডেস্ক : ক্রিকেট ক্যারিয়ারের উন্নতির জন্য পাকিস্তানের সাবেক ক্রিকেটার উসমান কাদির অস্ট্রেলিয়া চলে যান। নিউ সাউথ ওয়েলসে বর্তমানে তিনি বসবাস করছেন এবং সিডনির হকসবুরি ক্লাবে খেলছেন। - ক্রিকেট পাকিস্তান
উসমান কাদির পূর্বে দক্ষিণ অস্ট্রেলিয়ার হয়ে ২২ গজ মাতিয়েছেন। বিগ ব্যাশ লিগে (বিবিএল) পার্থ এবং অ্যাডিলেডের হয়েও খেলার অভিজ্ঞতা রয়েছে তার। তার ক্যারিয়ারে তিনি অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী এক্সআই দলের হয়ে খেলেন, যা তার জন্য একটি বড় সম্মান ছিল।
গত অক্টোবর মাসে, উসমান কাদির পাকিস্তান ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন, তার বর্তমান পরিস্থিতি এবং হতাশা প্রকাশ করে তিনি বলেন, ক্রিকেট আমার জীবিকা। আমি অস্ট্রেলিয়া এসেছি ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে এবং আমি আশাবাদী ও দৃঢ় প্রতিজ্ঞ যে ভালো সুযোগ আমার দিকে আসবে।
উল্লেখ্য যে, তিনি প্রথমে পাকিস্তানে ফিরে গিয়েছিলেন তার প্রয়াত বাবা আবদুল কাদিরের ইচ্ছা অনুযায়ী, যিনি চেয়েছিলেন তার ছেলে পাকিস্তানের হয়ে খেলা দেখুক। তবে, বর্তমানে উসমান কাদির অস্ট্রেলিয়ায় নিজের ক্রিকেট ক্যারিয়ার পুনরায় শুরু করার পরিকল্পনা নিয়ে আছেন এবং তার পরিবার শিগগিরই তার সঙ্গে যোগ দেবে বলে জানা গেছে।
আপনার মতামত লিখুন :