শিরোনাম
◈ যেকারনে বাংলাদেশের সঙ্গে ১৭৫ কি.মি. অংশে বেড়া নির্মাণ বাস্তবসম্মত নয়, জানাল ভারত ◈ ৫ শতাংশ হারে সরকারি কর্মচারীদের বেতন বাড়ানোর সুপারিশ ◈ নয়াদিল্লির আদলে ঢাকায় মহানগর সরকার গঠনের সুপারিশ কমিশনের ◈ ১৫ বছর চাকরি করলেই পাওয়া যাবে পেনশন ◈ ট্রাম্পের 'সহায়তা স্থগিত', বাংলাদেশে মার্কিন কর্মসূচি ঢেলে সাজানোর সুযোগ ◈ নতুন দুই বিভাগ ও দেশকে চারটি প্রদেশে ভাগ করার প্রস্তাব সংস্কার কমিশনের ◈ 'ধৈর্যের বাঁধ ভাঙলে’ মানুষই ব্যবস্থা নেবে: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ বেরোবির ১১ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ অফিস ফাঁকির অভিযোগে ◈ বিমানবন্দরে গ্রেফতার ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ◈ হাহাকার বেড়েই চলছে কলকাতার ‘মিনি বাংলাদেশ’-এ, বন্ধের পথে অনেক হোটেল-রেঁস্তোরা

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২৫, ১০:৩৪ দুপুর
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

ট্রফি নিয়ে আইসিসির প্রচারণাজুড়ে ভারত, বাংলাদেশ সামান্যই

স্পোর্টস ডেস্ক : আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানে আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হতে যাচ্ছে। এই টুর্নামেন্টকে সামনে রেখে আইসিসি এরই মধ্যে জোরালো প্রচারণা শুরু করেছে। এর অংশ হিসেবে সম্প্রতি ঐতিহ্যবাহী ‘আইকনিক সাদা জ্যাকেট’ ফিরে আসার ঘোষণা দিয়ে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। কিন্তু সেখানে বাংলাদেশের উপস্থিতি প্রায় অদৃশ্য।

ভিডিওটির শুরুতেই পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরামকে নায়কের ভূমিকায় দেখা যায়। ১ মিনিট ৫০ সেকেন্ডের ভিডিওতে আকরাম বলেন, যখন সম্মান, ইতিহাস এবং বিজয় ঝুঁকির মুখে থাকে, তখন চ্যাম্পিয়নরা সবকিছু বাজি রাখে। ভিডিওতে ১৯৯২ বিশ্বকাপে ইমরান খানের শিরোপা উদযাপন, ২০১৮ বিশ্বকাপে ইংল্যান্ডের বিজয় এবং ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফি জয়ের সময় পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদের সাদা ব্লেজার পরা দৃশ্য দেখানো হয়েছে। চ্যানেল২৪

ভিডিওতে ভারতের প্রাধান্য ছিল চোখে পড়ার মতো। বিরাট কোহলি ও রোহিত শর্মার গুরুত্বপূর্ণ মুহূর্ত, মহেন্দ্র সিং ধোনির স্টাম্পিং এবং জো রুটের সেঞ্চুরির মতো দৃশ্য ছিল বেশ উল্লেখযোগ্য।

এছাড়া অস্ট্রেলিয়ার ট্রাভিস হেডের ২০২৩ বিশ্বকাপ ফাইনালের সেঞ্চুরি উদযাপন এবং গ্লেন ম্যাক্সওয়েলের ডাবল সেঞ্চুরিও স্থান পেয়েছে। আফগানিস্তানের মুজিব-উর রহমান ও রশিদ খানের স্পিন জাদুও ছিল নজরকাড়া।

ভিডিওতে বাংলাদেশের উপস্থিতি ছিল নগণ্য। মাত্র ১ মিনিট ৫ সেকেন্ডের সময় একটি দৃশ্যে দেখা যায়, যেখানে জসপ্রীত বুমরাহর বলে একটি উইকেটের পতন দেখানো হয়েছে। এটি বাংলাদেশকে উপস্থাপনের চেয়ে বুমরাহকে প্রাধান্য দিয়েছে। শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের মতো বাংলাদেশেরও কোনো আইকনিক মুহূর্ত ছিল না।

আয়োজক পাকিস্তান হওয়ায় তাদের কিছু দৃশ্য থাকলেও তুলনামূলকভাবে কম গুরুত্ব দেয়া হয়েছে। তবে ভারতের প্রাধান্য বেশি থাকার পেছনে তাদের বাণিজ্যিক প্রভাব, দর্শক সংখ্যা এবং সম্প্রচার স্বত্বের বিষয়টি বড় ভূমিকা রেখেছে। বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা এই বিষয়টি নিয়ে হতাশা প্রকাশ করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়