শিরোনাম
◈ বিদেশি বিনিয়োগকারীদের নিরাপত্তায় হটলাইন ◈ কোন পথে সেভেন সিস্টার্স, ভারতের এত ভয় কেন? ◈ প্যাভিলিয়ন থেকে আজহারউদ্দিনের নাম সরানো: 'বিশ্বের কোনো ক্রিকেটারের সঙ্গে যেন এমন না ঘটে ◈ সাকিব আল হাসা‌নের বিরুদ্ধে দুদকের কমিটি গঠন ◈ বাংলা‌দে‌শের ১৯১ রান শোধ ক‌রে ৮২ রা‌নের লিড নি‌লো জিম্বাবু‌য়ে ◈ আমলযোগ্য অপরাধের ঘটনায় অবশ্যই মামলা নিতে হবে: ডিএমপি কমিশনার ◈ ৩৩ বছরে রাষ্ট্রপতি কতজনকে মাফ করেছেন জানতে চান আদালত ◈ ঢাকা-৫ আসনের সাবেক এমপি মনিরুল ইসলাম গ্রেপ্তার ◈ বিশেষ বিসিএসে দু’হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার ◈ আওয়ামী লীগ নেতার ছেলের বিয়েতে লন্ডনে একসঙ্গে সাবেক চার মন্ত্রী-প্রতিমন্ত্রী!

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২৫, ১০:৩৪ দুপুর
আপডেট : ২১ এপ্রিল, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

ট্রফি নিয়ে আইসিসির প্রচারণাজুড়ে ভারত, বাংলাদেশ সামান্যই

স্পোর্টস ডেস্ক : আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানে আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হতে যাচ্ছে। এই টুর্নামেন্টকে সামনে রেখে আইসিসি এরই মধ্যে জোরালো প্রচারণা শুরু করেছে। এর অংশ হিসেবে সম্প্রতি ঐতিহ্যবাহী ‘আইকনিক সাদা জ্যাকেট’ ফিরে আসার ঘোষণা দিয়ে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। কিন্তু সেখানে বাংলাদেশের উপস্থিতি প্রায় অদৃশ্য।

ভিডিওটির শুরুতেই পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরামকে নায়কের ভূমিকায় দেখা যায়। ১ মিনিট ৫০ সেকেন্ডের ভিডিওতে আকরাম বলেন, যখন সম্মান, ইতিহাস এবং বিজয় ঝুঁকির মুখে থাকে, তখন চ্যাম্পিয়নরা সবকিছু বাজি রাখে। ভিডিওতে ১৯৯২ বিশ্বকাপে ইমরান খানের শিরোপা উদযাপন, ২০১৮ বিশ্বকাপে ইংল্যান্ডের বিজয় এবং ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফি জয়ের সময় পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদের সাদা ব্লেজার পরা দৃশ্য দেখানো হয়েছে। চ্যানেল২৪

ভিডিওতে ভারতের প্রাধান্য ছিল চোখে পড়ার মতো। বিরাট কোহলি ও রোহিত শর্মার গুরুত্বপূর্ণ মুহূর্ত, মহেন্দ্র সিং ধোনির স্টাম্পিং এবং জো রুটের সেঞ্চুরির মতো দৃশ্য ছিল বেশ উল্লেখযোগ্য।

এছাড়া অস্ট্রেলিয়ার ট্রাভিস হেডের ২০২৩ বিশ্বকাপ ফাইনালের সেঞ্চুরি উদযাপন এবং গ্লেন ম্যাক্সওয়েলের ডাবল সেঞ্চুরিও স্থান পেয়েছে। আফগানিস্তানের মুজিব-উর রহমান ও রশিদ খানের স্পিন জাদুও ছিল নজরকাড়া।

ভিডিওতে বাংলাদেশের উপস্থিতি ছিল নগণ্য। মাত্র ১ মিনিট ৫ সেকেন্ডের সময় একটি দৃশ্যে দেখা যায়, যেখানে জসপ্রীত বুমরাহর বলে একটি উইকেটের পতন দেখানো হয়েছে। এটি বাংলাদেশকে উপস্থাপনের চেয়ে বুমরাহকে প্রাধান্য দিয়েছে। শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের মতো বাংলাদেশেরও কোনো আইকনিক মুহূর্ত ছিল না।

আয়োজক পাকিস্তান হওয়ায় তাদের কিছু দৃশ্য থাকলেও তুলনামূলকভাবে কম গুরুত্ব দেয়া হয়েছে। তবে ভারতের প্রাধান্য বেশি থাকার পেছনে তাদের বাণিজ্যিক প্রভাব, দর্শক সংখ্যা এবং সম্প্রচার স্বত্বের বিষয়টি বড় ভূমিকা রেখেছে। বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা এই বিষয়টি নিয়ে হতাশা প্রকাশ করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়