শিরোনাম
◈ বাংলাদেশের সঙ্গে এলএনজি সরবরাহ চুক্তি নবায়ন করবে কাতার ◈ বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল, গ্রেফতার ১০ ◈ আওয়ামীপন্থি সেই ৬১ আইনজীবীর হাইকোর্টে জামিন ◈ কুয়েট ভিসির অপসারণের দাবিতে দেড় ঘণ্টা অবরোধের পর কর্মসূচি ঘোষণা করে শাহবাগ ছাড়ল শিক্ষার্থীরা (ভিডিও) ◈ মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধের সংস্কার হচ্ছে, ভাঙচুর নয় ◈ পারভেজ হত্যা: ‘দুই বান্ধবীকে’ খুঁজছে পুলিশ ◈ ট্রান্সশিপমেন্ট বাতিল: এবার নতুন তথ্য দিলেন ভারতের সাবেক বাণিজ্য কর্মকর্তা ◈ সাবেক গোয়েন্দা কর্মকর্তা এডিসি নাজমুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ◈ এএইচএফ কাপ হ‌কি‌তে থাইল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনা‌লে বাংলাদেশ ◈ দোহায় বাংলাদেশের চার নারী ক্রীড়াবিদকে অ‌তি‌থি‌দের স‌ঙ্গে পরিচয় করিয়ে দিলেন ড. ইউনূস

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২৫, ০৯:১৯ সকাল
আপডেট : ০৩ এপ্রিল, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জেমস ভিন্স পিএসএল খেলতে কাউন্টি দলের অধিনায়কত্ব ছাড়লেন 

স্পোর্টস ডেস্ক : ইংলিশ কাউন্টি ক্রিকেট দলের সঙ্গে সব সংস্করণের চুক্তি থাকলে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার ছাড়পত্র পাবেন না ইংল্যান্ডের ক্রিকেটাররা। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) এমন নিয়মের জেরে হ্যাম্পশায়ারের প্রথম শ্রেণির ক্রিকেট দলের অধিনায়কত্ব ছাড়লেন জেমস ভিন্স। ফলে করাচি কিংসের হয়ে পিএসএল খেলতে আর কোনো বাঁধা থাকছে না ইংলিশ এই ক্রিকেটারের।

গত নভেম্বরে বিদেশি লিগ খেলার ব্যাপারে কঠোর অবস্থান নেয় ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। নতুন নিয়ম অনুযায়ী, ইংল্যান্ডের ঘরোয়া মৌসুম চলাকালীন অন্য বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে খেলতে ক্রিকেটারদের অনাপত্তিপত্র দেবে না দেশটির ক্রিকেট বোর্ড। ক্রিকফ্রেঞ্জি

মনটা হলে বড় ধাক্কা খাবে পিএসএল ও যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেট (এমএলসি)। ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির কারণে চলতি বছরের পিএসএলে হবে এপ্রিল-মে মাসে। একই সময়ে চলবে ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপ। ফলে নিজ দেশের ঘরোয়া ক্রিকেটের মান বাঁচাতে বিদেশি লিগে খেলার ব্যাপারে কঠোর অবস্থান নিচ্ছে ইসিবি। যদিও শুরু থেকেই এমন নিয়মের বিরোধীতা করে আসছেন ক্রিকেটাররা। 

কাউন্টিতে সাদা বলের চুক্তিতে আছেন এমন ক্রিকেটারদের বিদেশি লিগ খেলার অনাপত্তি পত্র দেয়া হবে যদি না সেটি টি-টোয়েন্টি ব্লাস্ট অথবা দ্য হান্ড্রেডের সঙ্গে সাংঘর্ষিক হয়। এমনটা হলে স্যাম বিলিংস, টম কারান, ক্রিস জর্ডান এবং ডেভিড উইলি পিএসএল খেলার অনাপত্তি পত্র পেয়ে যাবেন। ইসিবির এমন নিয়মে বিপাকে পড়ে যেতে ভিন্স। 

৮ এপ্রিল শুরু হওয়া পিএসএল শেষ হবে ১৯ মে। ফলে পিএসএলের পুরো মৌসুম খেললে কাউন্টি চ্যাম্পিয়নশিপের অন্তত ছয়টি ম্যাচ মিস করবেন তিনি। পিএসএলে খেলতে হলে সব ফরম্যাটের চুক্তির বিষয়টি পুনর্বিবেচনা করার পরামর্শ দিয়েছে। ফলে ৯ মৌসুম পর হ্যাম্পশায়ারের লাল বলের ক্রিকেট দলের নেতৃত্ব ছেড়েছেন ভিন্স। 

যদিও তাদের হয়ে টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলবেন তিনি। ভিন্সের পথে হাঁটতে পারেন টম কোহলার-ক্যাডমোরও। প্লেয়ার্স ড্রাফট থেকে ইংলিশ ব্যাটারকে দলে টেনেছে পেশাওয়ার জালমি। বর্তমানে সমারসেটের সঙ্গে তিন সংস্করণেই চুক্তি আছে তাঁর। ফলে পিএসএলে খেলতে তাকেও লাল বলের ক্রিকেটের চুক্তি থেকে বেরিয়ে আসতে হবে। ধারণা করা হচ্ছে, অনাপত্তি পত্র নিয়ে ইসিবির কাছ থেকে স্পষ্টতা না পেলে সমারসেটের সঙ্গে লাল বলের চুক্তি বাতিল করতে পারেন কোহলার-ক্যাডমোর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়