শিরোনাম
◈ নারী সংস্কার কমিশনের কিছু সুপারিশ কোরআন-হাদিসের লঙ্ঘন, বললেন জামায়াতে ইসলামীর আমির ◈ রামপালের চেয়ে ৬০% কম: মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৮.৪৫ টাকা ◈ সোনার খোঁজে নেপাল যা‌চ্ছে বাংলাদেশ টেবিল টেনিস দল ◈ সংসদীয় সংস্কারে রাষ্ট্রপতির স্বাধীন সিদ্ধান্তের পক্ষে বিএনপি, ২২ এপ্রিল তৃতীয় দফা বৈঠক ◈ ডিসেম্বরে নির্বাচন আদায়ে সোচ্চার বিএনপি, সর্বদলীয় জনমত গঠনে জোর, চলছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ ◈ সিলেটে বাংলা‌দেশ অলআউট ১৯১ রা‌নে, দিন শে‌ষে জিম্বাবুয়ের সংগ্রহ বিনা উই‌কে‌টে ৬৭ ◈ সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার সুযোগ চায় বিএনপি: চারটি বিষয়ে ব্যতিক্রম প্রস্তাব ◈ যাত্রাবাড়ী ও শাহবাগে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৫ ◈ রিজার্ভ বেড়ে পৌনে ২৭ বিলিয়ন ডলার ◈ বেড়ে দেড় লাখ টাকার মাইলফলকে পৌঁছাল স্মারক স্বর্ণমুদ্রার দাম

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২৫, ০৮:৪৮ রাত
আপডেট : ১৮ এপ্রিল, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দাপট দেখিয়ে জিতলো পুলিশ, অনেক কষ্টে ব্রাদার্স হারালো ফর্টিসকে

নিজস্ব প্রতিবেদক: ফেডারেশন কাপে ফর্টিস এফসিকে হারিয়ে দিলো ব্রাদার্স ইউনিয়ন। অন্য ম্যাচে ঢাকা ওয়ান্ডারার্সকে হারিয়ে পরের রাউন্ডে ওঠার পথ অনেকটা পরিষ্কার করলো পুলিশ ফুটবল ক্লাব। 

মঙ্গলবার বসুন্ধরা কিংস অ্যারেনায় পিছিয়ে পড়েও ওয়ান্ডারার্সকে ২-১ গোলে হারিয়েছে পুলিশ। ম্যাচের ৪২ মিনিটে স্পট কিকে ওয়ান্ডারার্সকে এগিয়ে দেন মো. ইমন। দ্বিতীয়ার্ধেও এক গোলের লিড ধরে মাঠ ছাড়ার কাছাকাছিই ছিল দলটি। কিন্তু ৮৪ ও ৮৬ মিনিটে দুই গোল হজম করে প্রতিযোগিতায় প্রথম জয়ের স্বাদ পাওয়া থেকে বঞ্চিত হয় ওয়ান্ডারার্স।

পুলিশের হয়ে সমতা টানের মান্নাফ রাব্বি। এরপর জয়সূচক গোলটি আসে মো. এসানুর রহমানের পা থেকে। এক মাস আগে প্রিমিয়ার লিগের খেলায় এই ওয়ান্ডারার্সের বিপক্ষেই ৪-০ ব্যবধানে জয় পেয়েছিল মো. মাহবুবুল হক জোয়েলের পুলিশ এফসি।  

একই সময়ে ময়মনসিংহের রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে ফর্টিসকে ১-০ গোলে হারায় ব্রাদার্স। জয়সূচক গোলটি করেন মো. কায়সার আলী রাব্বী। এর আগে গত ৭ ডিসেম্বর প্রিমিয়ার লিগের খেলায় ফর্টিসকে ১-১ গোলে রুখে দিয়েছিল ব্রাদার্স। প্রিমিয়ার লেগে এখন পর্যন্ত তিনবার একে অপরের মুখোমুখি হয় ব্রদার্স-ফর্টিস। ওই তিনবারের দেখায় জিততে পারেনি কেউ। তবে ফেড কাপে প্রথম দেখাতেই এগিয়ে গেল ব্রাদার্স।

  • সর্বশেষ
  • জনপ্রিয়