শিরোনাম
◈ ছোটবেলার বন্ধুদের কবিতা আবৃত্তি করে শোনালেন মির্জা ফখরুল (ভিডিও) ◈ ফেব্রুয়ারিতে সংলাপ, দ্রুত ভোট চায় রাজনৈতিক দলগুলো ◈ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডকে হারালো বাংলাদেশের মেয়েরা ◈ পিএসএল বয়কটের ২৪ ঘণ্টার মধ্যেই ক্ষমা চেয়ে ফেরার ঘোষণা ইহসানউল্লাহর ◈ মিস্টার বাংলাদেশ নজরুল মারা গেলেন ◈ দাপট দেখিয়ে জিতলো পুলিশ, অনেক কষ্টে ব্রাদার্স হারালো ফর্টিসকে ◈ উত্তরা পশ্চিম থানা পুলিশ কর্তৃক চাঁদাবাজ গ্রেফতার ◈ প্রজ্ঞাপন জারি সঞ্চয়পত্রের মুনাফার হার বাড়িয়ে ◈ পুলিশের সামনেই বিয়ের ৪ দিন আগে মেয়েকে গুলি করে হত্যা বাবার ◈ বিপিএল ছাড়লেন কর্নওয়াল, বললেন, বিদায় বাংলাদেশ

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২৫, ০৭:৩৬ বিকাল
আপডেট : ১৫ জানুয়ারী, ২০২৫, ১০:৩৯ রাত

প্রতিবেদক : এল আর বাদল

দুর্বার রাজশাহীর ঘরে ক্ষোভের আগুন, পারিশ্রমিক না পেয়ে অনুশীলন বয়কট ক্রিকেটারদের

স্পোর্টস ডেস্ক : দুর্বার রাজশাহীর হয়ে বিপিএলে খেলতে নামা ক্রিকেটাররা এবার বেকে বসেছেন কর্মকর্তাদের বিরুদ্ধে। বিপিএল শুরুর আগে অর্ধেক, বাকি অর্ধেকের অর্ধেক টাকা দেয়ার কথা টুর্নামেন্টের মাঝে। এটাই বিপিএলের নিয়ম। কিন্তু ছয় ম্যাচ হয়ে গেছে, ঢাকার পর সিলেট পর্বও শেষ; এখনও কোনো পারিশ্রমিক পাননি দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা। এবার পারিশ্রমিক না পেয়ে অনুশীলন বয়কট করেছে দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা। এর আগে, জার্সি ও কিট ব্যাগ দিতে না পারায় টুর্নামেন্টের শুরু থেকেই আলোচনায় পদ্মা পাড়ের দলটি।- যমুনানিউজ

জানা গেছে, ক্রিকেটারদের পারিশ্রমিক দেয়ার কথা ছিল চৌদ্দ জানুয়ারি (মঙ্গলবার)। সেখানে মঙ্গলবার রাতে টিম থেকে জানানো হয়, টাকা দেয়া হবে দিনদুয়েক পরে। তাতেই বেকে বসেন দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা। ক্রিকেটারদের তাই সাফ কথা, টাকা না পেলে তারা অনুশীলন করবেন না।

শুধু তাই না, টাকা না পাওয়ায় সিলেট পর্বে একটা ম্যাচে মাঠেও নামতে চায়নি রাজশাহীর ক্রিকেটাররা। পরে অনুরোধে বরফ গলে, আশ্বাস পেয়ে তারা ম্যাচ খেলেন। এমনকি সিলেটে একটা চেকও দেয়া হয়, সেই চেক বাউন্স করে।

এ ব্যাপারে রাজশাহীর ম্যানেজার মেহরাব হোসেন অপি দাবি করেন, খেলোয়াড়দের বিশ্রাম দেয়া হয়েছে। পারিশ্রমিক না পেয়ে খেলোয়াড়রা অনুশীলন করছেন না, এমন প্রশ্নে তিনি বলেন, এই তথ্য কোথা থেকে পেয়েছেন। পরে তিনি বলেন, যে এই কথা বলে তার নাম বললে তিনি ওই ব্যক্তির সাথে কথা বলবেন। প্রসঙ্গত, টুর্নামেন্টের শুরু থেকেই প্রশ্নবিদ্ধ রাজশাহী। মানহীন ক্রিকেটারের ছড়াছড়ি, এখন সেখানে যোগ হলো প্লেয়ার্স পেমেন্ট ইস্যু।

  • সর্বশেষ
  • জনপ্রিয়