নিজস্ব প্রতিবেদক : রাখিম কর্নওয়াল, ওয়েস্ট ইন্ডিজের এই ক্রিকেটার বিপিএল খেলতে এসেছিলেন সিলেট স্ট্রাইকার্সে। এই দলটির অন্যতম ভরসার ছিলেন কর্নওয়াল। তবে চোটের কারণে শুরুর দিকের কয়েকটি ম্যাচ খেলতে পারেনিনি। এরপর তিন ম্যাচ খেলে আবার চোটে পড়েন, এবার আর অপেক্ষা নয় ছাড়লেন বিপিএলই।
দেশে ফেরার আগে এই ক্যারিবিয়ান ফ্র্যাঞ্চাইজিটির ফেসবুক ভিডিও বার্তায় জানালেন নিজের অভিব্যক্তি। বললেন আবার দেখা হবে।তার ভাষায়, বিদায় বাংলাদেশ। আপনাদের সঙ্গে আবার সিলেটে দেখা হবে। কর্নওয়ালকে বিদায় দিয়ে সিলেট তাদের ফেসবুক পোস্টের ক্যাপশনে লিখেছে, ক্রিকেট সমর্থকদের জন্য দুঃসংবাদ। চোটের কারণে রাকিম কর্নওয়াল বিপিএল ছাড়ছেন।
৩ ম্যাচে খেলে সবকটিতেই ওপেন করেছেন কর্নওয়াল। তবে ব্যাট হাতে খুব একটা সুবিধা করতে পারেননি। সাকূল্যে নামের পাশে ২২ রান। ব্যাটের মতো বল হাতেও ৩ ম্যাচেই করেছেন ওপেন। তবে বোলিংয়ে হয়েছেন সফল। উইকেট নিয়েছেন ৪টি, কৃপণ ছিলেন রান দেওয়ার ক্ষেত্রেও।
আপনার মতামত লিখুন :