শিরোনাম
◈ অক্সফোর্ড কলেজে শতাব্দীর রীতি: দাস নারীর খুলিতে তৈরি পাত্রে পরিবেশন হতো পানীয়! ◈ বেসরকারি খাতে ঋণের চাহিদা কম: বাণিজ্যিক ব্যাংকের ওপর সরকারের নির্ভরতা বেড়েছে ◈ বাংলাদেশের সঙ্গে এলএনজি সরবরাহ চুক্তি নবায়ন করবে কাতার ◈ বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল, গ্রেফতার ১০ ◈ আওয়ামীপন্থি সেই ৬১ আইনজীবীর হাইকোর্টে জামিন ◈ কুয়েট ভিসির অপসারণের দাবিতে দেড় ঘণ্টা অবরোধের পর কর্মসূচি ঘোষণা করে শাহবাগ ছাড়ল শিক্ষার্থীরা (ভিডিও) ◈ মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধের সংস্কার হচ্ছে, ভাঙচুর নয় ◈ পারভেজ হত্যা: ‘দুই বান্ধবীকে’ খুঁজছে পুলিশ ◈ ট্রান্সশিপমেন্ট বাতিল: এবার নতুন তথ্য দিলেন ভারতের সাবেক বাণিজ্য কর্মকর্তা ◈ সাবেক গোয়েন্দা কর্মকর্তা এডিসি নাজমুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২৫, ০৭:২৩ বিকাল
আপডেট : ০৮ এপ্রিল, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অনুশীলন বর্জন তাসকিনদের, জরুরি বৈঠক ডেকেছে বিসিবি

‘নতুন বাংলাদেশেও’ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পুরোনো রোগ সারেনি। টুর্নামেন্ট শুরুর আগে পারিশ্রমিক ইস্যুতে এবার কোনো বিতর্ক তৈরি হবে না বলে বার্তা দিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নীতিনির্ধারকরা। কিন্তু সে লক্ষ্যে আপাতদৃষ্টিতে তারা ব্যর্থ।

পারিশ্রমিক না পাওয়ার জেরে বুধবার (১৫ জানুয়ারি) চট্টগ্রামে অনুশীলনে অংশ নেননি দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা। এমন পরিস্থিতিতে জরুরি বৈঠক ডেকেছে বিসিবি। বিসিবির এক পরিচালক গণমাধ্যমকে জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টায় জুম মিটিংয়ে বসবেন পরিচালকরা। যেখানে উপস্থিত থাকবেন বিসিবি সভাপতি ফারুক আহমেদসহ অন্যরা।

জানা গেছে, জরুরি এই বৈঠকের মূল এজেন্ডা বিপিএল। বিশেষ করে বিপিএলের শুরু থেকেই বেশকিছু সমস্যা টুর্নামেন্ট নিয়ে দর্শক ক্ষোভ তৈরি করেছে। এর মধ্যে শুরুতে টিকিট সংক্রান্ত অব্যবস্থাপনার জেরে স্টেডিয়ামে ভাঙচুরের ঘটনাও ঘটেছে।

এবার অব্যবস্থাপনার হাওয়া লেগেছে মাঠের ক্রিকেটেও। পারিশ্রমিক ইস্যু নিয়ে অবশ্য আগেও কথা বলেছিলেন দুর্বার রাজশাহীর অধিনায়ক এনামুল হক বিজয়। সে সময় তিনি বলেছিলেন, পারিশ্রমিক না পেলেও বিসিবির প্রতি আস্থা রয়েছে তার।

কিন্তু বিসিবি পরিস্থিতি সামাল দিতে না পারায় এখন অনুশীলন বর্জনের মতো পদক্ষেপ নিতে হয়েছে দলটির ক্রিকেটারদের। বিপিএলের এসব অব্যবস্থাপনার ইস্যু নিয়েই মূলত বুধবার বৈঠকে আলোচনা করবেন, সমাধান খোঁজার চেষ্টা করবেন বিসিবির কর্তারা।

এদিকে ঢাকার ক্রিকেট ক্লাবগুলো বিসিবির গঠনতন্ত্র সংস্কারের খসড়া নিয়ে বোর্ডের ওপর ক্ষিপ্ত। তারা মঙ্গলবার (১৪ জানুয়ারি) নিজেদের মধ্যে এক মতবিনিময় সভা শেষে বিসিবিকে সংস্কার প্রস্তাবের খসড়া পরিবর্তনের জন্য ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন।

বিসিবির সংস্কার প্রস্তাবের খসড়ায় ঢাকা ক্রিকেট ক্লাবগুলোর কাউন্সিলরশিপ এবং পরিচালক পদ কমানোর প্রস্তাব দিয়েছে সংস্কার কমিটি। এতে ঢাকার ক্লাবগুলোর পরিচালক পদ ১২ থেকে ৪টিতে নামিয়ে আনার পরিকল্পনা করা হয়েছে বলে অভিযোগ ক্লাবগুলোর। বিসিবি যেন এমন সিদ্ধান্ত না নেয়, সেজন্যই তাদের ওই আলটিমেটাম।

বিসিবির বুধবারের বৈঠকে এই প্রসঙ্গও উঠে আসবে কিনা সে ব্যাপারে অবশ্য কিছু জানা যায়নি। উৎস: যুগান্তর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়