স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো করার পর থেকেই চারদিকে আলোচনায় ছিলেন রিশাদ হোসেন। তাকে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে দলগুলো নিতে চাইবে এমন রব উঠেছিলো তখনই। তবে আইপিএলে সুযোগ না পেলেও কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি, জিম আফ্রো টি-টেন, বিগ ব্যাশের পর দল পেয়েছেন পাকিস্তান সুপার লিগেও (পিএসএল)।
দল পেয়েও এর আগে নানা কারণে খেলা হয়নি কোনো টুর্নামেন্টেই। এবার সুযোগ পিএসএল দিয়ে বিদেশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের স্বাদ নেওয়ার। লাহোর কালান্দার্সের হয়ে মাঠ মাতাবেন এই লেগ স্পিনার। তামিম ইকবাল পিএসএলে খেলেছেন আগেই। তাই ওখানকার কন্ডিশন ভালো করেই জানেন বাঁহাতি ব্যাটার। বিপিএলে রিশাদের দল ফরচুন বরিশালের অধিনায়কও তিনি। তাতো রিশাদ দল পাওয়ার পর জানিয়েছেন অভিনন্দন। সাথে এই টুর্নামেন্টে খেলে মজা আছে তাও উল্লেখ করলেন।
মঙ্গলবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রিশাদ যেমনটা বলছিলেন, তামিম ভাই আমাকে বলেছেন যে, ‘পিএসএলে ডাক পাওয়ার জন্য অভিনন্দন। ভালো ফ্র্যাঞ্চাইজি, খেলে মজা পাবে। এটাই বলেছেন তামিম ভাই। পিএসএলে দল পাওয়ার খবর রিশাদকে দিয়েছে তার এজেন্ট। আগে থেকেই টাইগার লেগ স্পিনার অবশ্য আন্দাজ করতে পেরেছিলেন দল পেতে পারেন।
এ প্রসঙ্গে তিনি যেমনটা বলছিলেন, 'পিএসএলের খবর পাওয়ার পর আমার এজেন্ট আমাকে বলছিল তুমি পিএসএলে লাহোর কালান্দার্সে সুযোগ পেয়েছ। এটা আমি আগে থেকেই অনুমান করছিলাম আমাকে নেয়ার সুযোগ আছে। এদিক থেকে তাই স্বাভাবিক ছিলাম।
স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো করার পর থেকেই চারদিকে আলোচনায় ছিলেন রিশাদ হোসেন। তাকে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে দলগুলো নিতে চাইবে এমন রব উঠেছিলো তখনই। তবে আইপিএলে সুযোগ না পেলেও কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি, জিম আফ্রো টি-টেন, বিগ ব্যাশের পর দল পেয়েছেন পাকিস্তান সুপার লিগেও (পিএসএল)।
দল পেয়েও এর আগে নানা কারণে খেলা হয়নি কোনো টুর্নামেন্টেই। এবার সুযোগ পিএসএল দিয়ে বিদেশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের স্বাদ নেওয়ার। লাহোর কালান্দার্সের হয়ে মাঠ মাতাবেন এই লেগ স্পিনার। তামিম ইকবাল পিএসএলে খেলেছেন আগেই। তাই ওখানকার কন্ডিশন ভালো করেই জানেন বাঁহাতি ব্যাটার। বিপিএলে রিশাদের দল ফরচুন বরিশালের অধিনায়কও তিনি। তাতো রিশাদ দল পাওয়ার পর জানিয়েছেন অভিনন্দন। সাথে এই টুর্নামেন্টে খেলে মজা আছে তাও উল্লেখ করলেন।
মঙ্গলবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রিশাদ যেমনটা বলছিলেন, তামিম ভাই আমাকে বলেছেন যে, ‘পিএসএলে ডাক পাওয়ার জন্য অভিনন্দন। ভালো ফ্র্যাঞ্চাইজি, খেলে মজা পাবে। এটাই বলেছেন তামিম ভাই। পিএসএলে দল পাওয়ার খবর রিশাদকে দিয়েছে তার এজেন্ট। আগে থেকেই টাইগার লেগ স্পিনার অবশ্য আন্দাজ করতে পেরেছিলেন দল পেতে পারেন।
এ প্রসঙ্গে তিনি যেমনটা বলছিলেন, 'পিএসএলের খবর পাওয়ার পর আমার এজেন্ট আমাকে বলছিল তুমি পিএসএলে লাহোর কালান্দার্সে সুযোগ পেয়েছ। এটা আমি আগে থেকেই অনুমান করছিলাম আমাকে নেয়ার সুযোগ আছে। এদিক থেকে তাই স্বাভাবিক ছিলাম।
আপনার মতামত লিখুন :