পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসরকে সামনে রেখে সোমবার (১৩ জানুয়ারি) লাহোর ফোর্টে অনুষ্ঠিত হয়েছিল প্লেয়ার্স ড্রাফট। যেখানে ৩৯ বাংলাদেশি ক্রিকেটারের নাম উঠেছিল। কিন্তু দল পেয়েছেন মাত্র তিন বাংলাদেশি। তারা হলেন রিশাদ হোসেন, নাহিদ রানা ও লিটন দাস।
বাংলাদেশের তিন ক্রিকেটারের মধ্যে এবার সর্বোচ্চ পারিশ্রমিক পাবেন তরুণ পেসার নাহিদ রানা। গোল্ড ক্যাটাগরি থেকে বাংলাদেশি এই স্পিড স্টারকে দলে ভিড়িয়েছে পেশোয়ার জালমি। এই ক্যাটাগরিতে থাকা খেলোয়াড়দের পারিশ্রমিক ৫০ হাজার মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় ৬০ লাখ টাকারও বেশি।
অন্যদিকে লিটন দাস এবং রিশাদ হোসেন দুজনই ড্রাফটে সিলভার ক্যাটাগরিতে দল পেয়েছেন। এই ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাদের পারিশ্রমিক ধরা হয়েছে ২৫ হাজার মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ লাখ টাকা।
সিলভার ক্যাটাগরি থেকে রিশাদকে দলে ভিড়িয়েছে লাহোর ক্যালান্দার্স। আর চ্যাম্পিয়ন ট্রফি থেকে বাদ পড়া লিটন দাসকে দলে ভিড়িয়েছে করাচি কিংস।
এবারের ড্রাফটে বাংলাদেশের ৩৯ জন ক্রিকেটারের মধ্যে সর্বোচ্চ প্লাটিনাম ক্যাটাগরিতে ছিলেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। বাংলাদেশিদের মধ্যে নিলামে প্রথমে ডাকা হয় এই দুই তারকার নাম। কিন্তু তাদের প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি।
প্লাটিনাম ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা ১ লাখ ৩০ হাজার ডলার থেকে দেড় লাখ ডলার পর্যন্ত পেয়ে থাকেন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সোয়া এক কোটি টাকার মতো।
আপনার মতামত লিখুন :