স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ দলের অন্যতম খেলোয়াড় লিটন কুমার দাসের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা হয়নি। আর তাতেই অবাক হয়েছেন অনেকেই। তাদের মধ্যে অন্যতম ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার কার্টলি অ্যামব্রোস।
সাম্প্রতিক সময়ে খুব একটা ফর্মে নেই এলকেডি। গত বছর ৫ ওয়ানডেতে মাত্র ৬ রান করেছেন ডানহাতি এ ব্যাটার। যার কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে লিটনকে রাখেনি নির্বাচকরা। - ডেইলি ক্রিকেট
লিটন প্রসঙ্গে বিপিএলে ধারাভাষ্য দিতে আসা অ্যামব্রোস বলেন, ‘আমি জানি সে (লিটন) দলে জায়গা পায়নি। দারুণ একটি ইনিংস খেলেছে সে। বাংলাদেশের নির্বাচকরা তাকে জায়গা দিতে পারে কি না, কারণ সে দারুণ ফর্মে আছে। ক্লাস প্লেয়ার। আমি কিছুটা অবাক হয়েছি এটা দেখে। তবে নির্বাচকরা তাদের কাজ করছে।
অ্যামব্রোস আরও বলেন, ক্লাস প্লেয়ার সে। শুরুর দিকে রান পায়নি সে। হয়তোবা এটি কারণ হতে পারে। সে কিছুটা সংগ্রাম করেছে। নির্বাচকরা সবসময় পারফরম্যান্সে নজর রাখবেন। যদি কেউ যথেষ্ট ভালো হয়ে থাকে, সামর্থ্য থাকে, তখন ফর্মে না থাকলেও নিতে চাইবেন অনেক সময়। তবে আমি তো আর নির্বাচক নই। সবসময় ফর্মের কথা আর পরিসংখ্যান দেখার বিপক্ষে আমি, একজন সাবেক ক্রিকেটার হিসেবে বলছি।