শিরোনাম
◈ ৩৬ লাখ টাকাসহ এলজিইডি প্রকৌশলী আটক ◈ কেন ব্যর্থ হলো নরেন্দ্র মোদির ‘সবার আগে প্রতিবেশী’ নীতি  ◈ জাতিসংঘ মহাসচিব ও প্রধান উপদেষ্টা কক্সবাজার, ইফতার শেষ ঢাকা ফিরবেন ◈ সংকটে থাকা দুই ব্যাংককে টাকা ছাপিয়ে আরও ২,৫০০ কোটি টাকা সহায়তা দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক ◈ ‘জান্নাতে কোনো ধর্ষক নেই, আছিয়ার ঘুমে কেউ ব্যাঘাত ঘটাবে না’ ◈ তাপপ্রবাহ ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া দফতরের ◈ ঢাবিতে শিবিরের ইফতারির পাশাপাশি ৫০০ টাকা করে পেলেন শিক্ষার্থীরা ◈ বাংলাদেশের বর্তমান সংস্কার ও পরিবর্তনে জাতিসংঘ সবসময় পাশে থাকবে: গুতেরেস ◈ ফের ভারতের মিডিয়ায় বাংলাদেশ নিয়ে অপপ্রচার, ভিত্তিহীন এসব খবরে বিভ্রান্ত না হওয়ার আহ্বান ◈ জুমার দিনে যে পাঁচ ভুল কোনোভাবেই কাম্য নয়

প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২৫, ০৯:২২ রাত
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে আম্পায়ারিং করবেন বাংলাদেশের জেসি

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের ক্রিকেট আম্পায়ার সাথিরা জাকির জেসি আসন্ন অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আম্পায়ারিং প্যানেলে আছেন। ম্যাচ অফিশিয়ালদের তালিকা প্রকাশ করেছে আইসিসি। সেখানে রয়েছে জেসির নাম। কদিন আগেই মালয়েশিয়ায় অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে আম্পায়ারিং করেছিলেন সাথিরা জাকির জেসি। এবার বিশ্বকাপের মতো মঞ্চে তিনি আম্পায়ারিং করতে যাচ্ছেন। এই টুর্নামেন্টও হবে মালয়েশিয়ায়।

মোট ২০ জন ম্যাচ অফিশিয়ালের নাম ঘোষণা করেছে আইসিসি। যাদের মধ্যে আম্পায়ার ১৬ জন এবং চারজন থাকছেন ম্যাচ রেফারির দায়িত্বে। বাংলাদেশের জেসি সেই ১৬ আম্পায়ারের একজন। 

সর্বোচ্চ দুজন করে আম্পায়ার থাকছেন নেদারল্যান্ডস, ভারত ও ওয়েস্ট ইন্ডিজ থেকে। বাংলাদেশের মতো অস্ট্রেলিয়া, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, কাতার, যুক্তরাষ্ট্র, জিম্বাবুয়ে, ওমান, আয়ারল্যান্ড ও শ্রীলঙ্কার এক জন করে আম্পায়ার আছেন টুর্নামেন্টে। চার দেশ থেকে থাকছেন একজন করে ম্যাচ রেফারি।

মেজর ইভেন্টে জেসি এর আগেও আম্পায়ারিং করেছেন। ২০২৪ সালে টি-টোয়েন্টি সংস্করণে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত নারী এশিয়া কাপে আম্পায়ার ছিলেন তিনি। ডাম্বুলায় গত বছর শ্রীলঙ্কা-ভারত ফাইনালে জেসি ছিলেন মাঠের আম্পায়ার। ১৮ জানুয়ারি মালয়েশিয়ায় শুরু হবে দ্বিতীয় অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। ১৬ দলের এই টুর্নামেন্টের ফাইনাল হবে ২ ফেব্রুয়ারি। বিশ্বকাপে এবার ‘ডি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, নেপাল ও স্কটল্যান্ড।

  • সর্বশেষ
  • জনপ্রিয়