শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর গ্রেফতার ◈ মডেল তিন্নি হত্যা মামলায় সাবেক এমপি অভি খালাস ◈ ফ্যাসিবাদের পক্ষে যে কলম লিখবে আমরা সেই কলম ভেঙে দেব : হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি চলছে: ইসি সচিব (ভিডিও) ◈ চাঁদাবাজ, ছিনতাইকারী যেই হোক তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে: ডিবি প্রধান ◈ ১০ ট্রাক অস্ত্র মামলায় খালাস পেলেন লুৎফুজ্জামান বাবর, বাধা নেই মুক্তিতে ◈ এবার ভারত থেকে জ্বালানি কিনছে বাংলাদেশ, খরচ ১১৩৭ কোটি ◈ ক্রিস্টিন এবং আমি আর একসঙ্গে নেই, আমরা প্রায় তিন বছর আগে আলাদা হয়েছি: জয় ◈ পাকিস্তান সুপার লিগে ৬ দলের স্কোয়াড, খেলবে বাংলাদেশের ৩ ক্রিকেটার ◈ এলপিজিতে সুখবর, কমলো ভ্যাট

প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২৫, ০৮:৫৭ রাত
আপডেট : ১৪ জানুয়ারী, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিপিএল, সিলেট স্ট্রাইকার্সকে হারালো চিটাগাং কিংস

স্পোর্টস ডেস্ক : চিটাগাং কিংসের বিরুদ্ধে লড়াইয়ে পিছিয়ে ছিলো না সিলেট স্ট্রাইকার্স। জাকের তোর দুর্দান্ত ব্যাটিংও করেছে। কিন্তু শেষ রক্ষা হলো না সিলেটের। চট্টগ্রামের করা ২০৩ রানের জবাবে শুরু থেকেই বিপাকে সিলেট স্ট্রাইকার্স। তবে এক পাশে জর্জ মানসে ও শেষদিকে জাকের আলি অনিকের ঝড় আফসোস বাড়াতে পারে সিলেটের ভক্তদের। ৩০ রানে হারা ম্যাচটা যে জিততেও পারতো স্বাগতিকরা।

টানা তিন ম্যাচে হারের পর টানা দুই জয়, তবে আজ (১৩ জানুয়ারি) আবারও পরাজিত দলে সিলেট। অন্যদিকে সিলেট পর্বে নিজেদের শেষ ম্যাচ সহ এই নিয়ে টানা তিন জয় চিটাগাং কিংসের। ৪ ম্যাচে ৩ জয়ে তারা এখন পয়েন্ট টেবিলে উপরের দিকেই। চট্টগ্রাম ৬ উইকেটে ২০৩ রান করেছে গ্রাহাম ক্লার্কের ৩৩ বলে ৬০ ও উসমান খানের ৩৫ বলে ৫৩ রানে ভর করে। যেখানে শেষদিকে ক্যামিও ইনিংস খেলেছেন হায়দার আলি। ১৮ বলে তার অপরাজিত ৪২ রান। - ডেইলি ক্রিকেট

লক্ষ্য তাড়ায় নেমে পাওয়ার প্লেতে ৩ উইকেট হারিয়ে ৪৬ রান তোলে সিলেট।প্রথম ১১ ওভারের মধ্যে উইকেট পড়েছে আরও একটি, দলীয় সংগ্রহ ৬৬।

জাকের আলি যখন ক্রিজে আসেন তখন ৫৭ বলে প্রয়োজন ১৪০ রান। জর্জ মানসেকে নিয়ে দারুণ এক জুটি এই কিপার ব্যাটারের। ২৭ বলের জুটিতে দুজনে তোলে ৬২ রান। ৩৭ বলে সমান চারটি করে চার, ছক্কায় মানসে ৫২ রান করে আউট হন। 

তবে প্রায় অসম্ভব লক্ষ্যের দিকে ছুটেও চেষ্টা চালান জাকের। শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ২৩ বলে ৩ চার ৪ ছক্কায় ৪৭ রানে। ৮ উইকেটে ১৭৩ রানে থামে সিলেট। চিটাগাং কিংসের হয়ে সর্বোচ্চ ২৫ রানে ৩ উইকেট নেন মোহাম্মদ ওয়াসিম জুনিয়র। ২ উইকেট শিকার আলিস আল ইসলামের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়