শিরোনাম
◈ যেসকল সেবা মেলে না এনআইডি লক হলে ◈ মেজর সিনহা হত্যা মামলায় ডেথ রেফারেন্স অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির সিদ্ধান্ত ◈ সাংবাদিকের করা এক প্রশ্নে বাংলাদেশি নই বলা টিউলিপ বাংলাদেশের এনআইডি-পাসপোর্টধারী ◈ আর্থিক প্রতিষ্ঠানে এসি চালানো নিয়ে নতুন নির্দেশনা ◈ গাজী সালাউদ্দিন তানভীরকে দুই অভিযোগ ওঠার পর সাময়িক অব্যাহতি দিল এনসিপি ◈ আবারও স্বর্ণের দামে নতুন ইতিহাস, দেশে ভরিতে কত বাড়লো? ◈ বিদেশি বিনিয়োগকারীদের নিরাপত্তায় হটলাইন ◈ কোন পথে সেভেন সিস্টার্স, ভারতের এত ভয় কেন? ◈ প্যাভিলিয়ন থেকে আজহারউদ্দিনের নাম সরানো: 'বিশ্বের কোনো ক্রিকেটারের সঙ্গে যেন এমন না ঘটে ◈ সাকিব আল হাসা‌নের বিরুদ্ধে দুদকের কমিটি গঠন

প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২৫, ১১:৩৮ দুপুর
আপডেট : ২৩ মার্চ, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আফগানিস্তান ক্রিকেট দল, নেই মুজিব উর রহমান

স্পোর্টস ডেস্ক : আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য রোববার (১২ জানুয়ারি) সন্ধ্যায়  দল ঘোষণা করেছে। ১৫ সদস্যের দলে জায়গা হয়নি তারকা ক্রিকেটার মুজিব উর রহমানের। এই টুর্নামেন্টে আফগানদের নেতৃত্বে থাকছেন হাশমতউল্লাহ শহীদি।

দীর্ঘদিন চোটের কারণে দলের বাইরে থাকা ডানহাতি ওপেনার ইব্রাহিম জাদরান ফিরেছেন জাতীয় দলে। তিনি বিপিএলে খুলনা টাইগার্সের হয়ে ২২ গজ মাতিয়েছেন। দলের ওপেনিংয়ে থাকছেন রহমানুল্লাহ গুরবাজ। আফগানদের ব্যাটিংকে শক্তিশালী করবেন রহমত শাহ, শহীদিরা। বোলিংয়ে আফগানদের মূল অস্ত্র রশিদ খানের সাথে থাকছেন ফজল হক ফারুকি, নুর আহমেদ ও এএম গাজানফার।

অবশ্য মুজিবের স্কোয়াডে না থাকার কারণ জানিয়েছেন বোর্ডের প্রধান নির্বাচক আহমদ সুলেমান খিল। গণমাধ্যমে তিনি বলেন, মুজিবকে স্কোয়াডে রাখা হয়নি কারণ ডাক্তার তাকে কিছুদিনের জন্য শুধুই টি-২০তে মনোযোগ দিতে বলেছে। এজন্য ওয়ানডেতে ফিরতে তার কিছুটা সময় লাগবে।

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ এর আফগানিস্তান স্কোয়াড: হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), ইব্রাহিম জাদরান, রহমানুল্লাহ  গুরবাজ, সেদিকুল্লাহ আতাল, রহমত শাহ, ইকরাম আলী খিল, গুলবাদিন নাইব, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান, এএম ঘানজাফর, নুর আহমেদ, ফজল হক ফারুকি, ফরিদ আহমেদ মালিক ও নাভিদ জাদরান।

আগামী ২১ ফেব্রুয়ারি করাচিতে প্রোটিয়াদের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে আফগানদের চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন। উল্লেখ্য, গ্রুপ পর্বে বাকি দুটি ম্যাচ তারা খেলবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ম্যাচ দুটি হবে যথাক্রমে ২৬ ও ২৮ ফেব্রুয়ারি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়