শিরোনাম
◈ যুক্তরাজ্যে এবার আলোচনায় টিউলিপের পারিবারিক বন্ধু ও সালমানপুত্র শায়ান ◈ নিজে নিজে হাঁটতে পারছেন খালেদা জিয়া: ডা. জাহিদ ◈ বাংলাদেশকে ধ্বংস করতে ভারতের চার-পাঁচটা ড্রোনই যথেষ্ট: শুভেন্দু অধিকারী ◈ জমজমের পানি বলে ট্যাপের পানি বিক্রি করছিলেন ব্যবসায়ী, আয় ৩০ কোটি! ◈ ডলারের দাম আরও ২ টাকা বেড়ে ১২২ ◈ বাংলাদেশ সীমান্তে হঠাৎ আনাগোনা বাড়িয়েছেন বিজেপি নেতারা ◈ রাজনৈতিক দলগুলোর সঙ্গে এমাসেই হতে পারে সংলাপ ◈ আবার বিএনপি ক্ষমতায় গেলে দেশের সকল খেলার মাঠ সংস্কার করা হবে: আমিনুল হক ◈ লিটন ও ছোট তামিমের ব্যাটিং তান্ডবে উড়ে গেলো রাজশাহী, ঢাকার প্রথম জয় ◈ টিউলিপের পক্ষে মন্ত্রীত্ব টিকিয়ে রাখা ‘অসম্ভব’, তার বিরুদ্ধে তদন্ত রিপোর্ট স্টারমারের হাতে

প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২৫, ১২:০৭ রাত
আপডেট : ১৩ জানুয়ারী, ২০২৫, ০৯:৫৩ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

লিটন ও ছোট তামিমের ব্যাটিং তান্ডবে উড়ে গেলো রাজশাহী, ঢাকার প্রথম জয়

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ প্রিমিয়ার ক্রিকেট লিগে (বিপিএল) ঢাকা ক্যাপিটালস প্রথম জয়ের স্বাদ পেলো। এই স্বাদ এসেছে লিটন কুমার দাস ও তানজিদ হাসান তামিমের ব্যাটিং তান্ডবে। চিত্রনায়ক সাকিব খানের দলটি বিপিএলে প্রথম ছয় ম্যাচেই হেরেছিলো।  অবশেষে সাত নম্বর ম্যাচে এসে দুর্বার রাজশাহীকে ১৪৯ রানে হারিয়ে প্রথম জয় তুলে নিল সাব্বির রহমানরা।

সিলেটে আগে ব্যাট করতে নেমে রাজশাহীর বোলারদের ওপর রীতিমত তান্ডব চালান লিটন ও তামিম। শফিউল ইসলাম-সোহাগ গাজীদের পাড়ার বোলারের মতো পিটিয়েছেন ঢাকার দুই ওপেনার। 

দুজনেই পেয়েছেন সেঞ্চুরির দেখা। তাতেই রেকর্ড বইয়ে হয়েছে তোলপাড়। বিপিএলের ইতিহাসের দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন লিটন। ৪৪ বলে তিন অঙ্কের ম্যাজিকাল ফিগার স্পর্শ করেন এলকেডি। শেষ পর্যন্ত ৫৫ বলে ১২৫ রান করে অপরাজিত ছিলেন ডানহাতি এ ব্যাটার। ইনিংসটিতে ৪ বাউন্ডারির পাশাপাশি ৯টি ছক্কা মেরেছেন লিটন।

আরেক ওপেনার তামিম ৬৪ বলে ১০৮ রান করে থেমেছেন। তাতেই ২৪১ রানের জুটি। যা বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ রানের জুটি। ২ বলে অপরাজিত ৭ রানের ক্যামিও খেলেছেন সাব্বির। তাতেই নির্ধারিত ২০ ওভারে ১ উইকেট হারিয়ে ২৫৪ রান তোলে ঢাকা। বিপিএলে এটি দলীয় সর্বোচ্চ সংগ্রহ। 

রাজশাহীর প্রত্যেক বোলার দেদারসে রান বিলিয়েছেন। রান তাড়ায় ঢাকার বোলারদের তোপের মুখে পড়েন রাজশাহীর ব্যাটাররা। মাত্র ১০৫ রানে গুটিয়ে যায় তারা। ঢাকার হয়ে দুটি করে উইকেট নিয়েছেন আবু জায়েদ রাহি, মুকিদুল ইসলাম মুগ্ধ, মোসাদ্দেক হোসেন সৈকত ও ফারমানুল্লাহ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়