স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হওয়াতে এক বছরের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি। আন্তর্জাতিক ক্রিকেট তো বটেই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও সাকিব এখন শুধুই ব্যাটার। যে কারণে তাকে চ্যাম্পিয়নস ট্রফির দলেও রাখেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
তবে তার পেছনে কোটি টাকা ব্যয় করতে পারে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দলগুলো। অন্তত ড্রাফটে তাকে রাখা হয়েছে সেই ক্যাটাগরিতেই। পিএসএলের সর্বোচ্চ ক্যাটাগরি হলো প্লাটিনাম। যেখানে আছেন ৪৪ জন ক্রিকেটার। যার মধ্যে বাংলাদেশের দুজন হলেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। দাম অনুসারে এই ক্যাটাগরির ক্রিকেটার পেয়ে থাকেন ১ লাখ ৩০ হাজার ডলার থেকে দেড় লাখ ডলার পর্যন্ত। বাংলাদেশি মুদ্রায় যা দাঁড়ায় দেড় কোটি টাকার বেশি।
প্লাটিনাম ক্যাটাগরিতে সর্বোচ্চ ১৩ জন ক্রিকেটার অস্ট্রেলিয়ার। ওয়ার্নার, উসমান খাজাদের সঙ্গে আছেন ক্রিস লিন, ম্যাথু শর্ট, অ্যাশটন অ্যাগারের মতো টি-টোয়েন্টির তারকারা। দ্বিতীয় সর্বোচ্চ ৮ জন করে ক্রিকেটার ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের।
পিএসএল সাধারণত ফেব্রুয়ারি-মার্চে হলেও এবার চ্যাম্পিয়নস ট্রফির কারণে এপ্রিল-মে মাসে মাঠে গড়াবে। ড্রাফটে সাকিব-মুস্তাফিজ ছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে আছেন বাংলাদেশের মাহমুদউল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, তানজিম হাসান ও তাওহিদ হৃদয়রাও।
আপনার মতামত লিখুন :