শিরোনাম
◈ অক্সফোর্ড কলেজে শতাব্দীর রীতি: দাস নারীর খুলিতে তৈরি পাত্রে পরিবেশন হতো পানীয়! ◈ বেসরকারি খাতে ঋণের চাহিদা কম: বাণিজ্যিক ব্যাংকের ওপর সরকারের নির্ভরতা বেড়েছে ◈ বাংলাদেশের সঙ্গে এলএনজি সরবরাহ চুক্তি নবায়ন করবে কাতার ◈ বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল, গ্রেফতার ১০ ◈ আওয়ামীপন্থি সেই ৬১ আইনজীবীর হাইকোর্টে জামিন ◈ কুয়েট ভিসির অপসারণের দাবিতে দেড় ঘণ্টা অবরোধের পর কর্মসূচি ঘোষণা করে শাহবাগ ছাড়ল শিক্ষার্থীরা (ভিডিও) ◈ মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধের সংস্কার হচ্ছে, ভাঙচুর নয় ◈ পারভেজ হত্যা: ‘দুই বান্ধবীকে’ খুঁজছে পুলিশ ◈ ট্রান্সশিপমেন্ট বাতিল: এবার নতুন তথ্য দিলেন ভারতের সাবেক বাণিজ্য কর্মকর্তা ◈ সাবেক গোয়েন্দা কর্মকর্তা এডিসি নাজমুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২৫, ০৯:৪১ সকাল
আপডেট : ২২ এপ্রিল, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আফগানিস্তান নারী খেলোয়াড়দের জন্য আওয়াজ তুলতে বললেন ইংলিশ অধিনায়ক হিদার নাইট

স্পোর্টস ডেস্ক : আফগানিস্তান নারী খেলোয়াড়দের জন্য আওয়াজ তোলার আহ্বান জানিয়েছেন ইংল্যান্ড নারী ক্রিকেট দলের অধিনায়ক হিদার নাইট। তার মতে, দলটিকে অনেকেই ভুলতে বসেছে। ২০২১ সালে ক্ষমতায় আসার পর ক্রিকেট তো বটেই যেকোনো খেলাধুলায় মেয়েদের নিষিদ্ধ করে তালিবান সরকার। এমনটা যে হবে তা আগে থেকেই আশঙ্কা করা হয়েছিল।  

তাই আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) কেন্দ্রীয় চুক্তিতে থাকা ২২ নারী ক্রিকেটার দেশ ছেড়ে অস্ট্রেলিয়ার মেলবোর্ন ও ক্যানবেরায় আশ্রয় নিয়েছেন। আগামী মঙ্গলবার মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে খেলার দিন তাদের সঙ্গে দেখা করবেন নাইট।

ইংলিশ অধিনায়ক বলেন, মানুষ এসব নিয়ে কথা বলছে, যা সত্যিই ইতিবাচক এবং তা আবারও খবরে এসেছে। আমার মনে হয়, এটি অনেকেই ভুলে গেছে, যা সত্যিই দুঃখজনক। অবশ্যই, চলমান পরিস্থিতি অনেক জটিল। তবে আমি মনে করি, সবচেয়ে বড় ইতিবাচক দিকটি হলো সেই নারী দলকে নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে। 

আগামী ৩০ জানুয়ারি জংশন ওভালে ক্রিকেট উইদাউট বর্ডারস একাদশের বিপক্ষে একটি ম্যাচ খেলবে আফগানিস্তান নারী একাদশ। সেদিনই অবশ্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দিবা-রাত্রির টেস্টে মাঠে নামবে ইংল্যান্ড। তবে সেই ম্যাচটি ব্যাপকভাবে সম্প্রচারিত হওয়া উচিত বলে মনে করেন নাইট।

তিনি বলেন, আমাদের টেস্ট ম্যাচের প্রথম দিন তারা জংশনে একটি ম্যাচ খেলবে, তা সর্বত্র সম্প্রচারিত হলে ভালো লাগবে। আসুন সবাইকে জানাই, ওই মেয়েরা ক্রিকেট খেলছে, যা সত্যিই অনুপ্রেরণার বিষয়। তাদের দেশে চলমান হৃদয়বিদারক পরিস্থিতির মধ্যে এটি একটি ইতিবাচক বার্তা হতে পারে। 

ক্রীড়াঙ্গনে নারীদের নিষিদ্ধ করার প্রতিবাদে সম্প্রতি ইংল্যান্ড পুরুষ দলকে ম্যাচ চ্যাম্পিয়নস ট্রফিতে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কটের আহ্বান জানান যুক্তরাজ্যের বেশ কয়েকজন সংসদ সদস্য। যদিও সেই আহ্বান প্রত্যাখ্যান করে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়