নিজস্ব প্রতিবেদক : চলমান বিপিএলে টানা দুই ম্যাচ জয়ের পর তৃতীয় ম্যাচে হারের স্বাদ পেলো খুলনা টাইগার্স। তাদের এই তেতো স্বাদ দিলো দুর্বার রাজশাহী। উত্তরাঞ্চলের এই দলটির কাছে খুলনা হেরেছে ২৮ রানে। রাজশাহীর দেওয়া ১৭৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৫০ রানে গুটিয়ে গেছে তারা।
সিলেটে টস হেরে আগে ব্যাট করতে নেমে রাজশাহীকে ভালো শুরু এনে দেন মোহাম্মদ হারিস। পাওয়ারপ্লেতে আক্রমণাত্মক ব্যাটিং করেছেন তিনি। ২০ বলে ২৭ রান করা হারিসকে বোল্ড করে খুলনাকে প্রথম ব্রেক থ্রু এনে দেন নাসুম আহমেদ। রাজশাহীর আরেক ওপেনার জিসান আলম টি-টোয়েন্টি সুলভ ব্যাটিং করতে পারেননি। ২২ বলে ২৩ রান করে ফিরেছেন তিনি। তিনে নেমে ভালো করতে পারেননি এনামুল হক বিজয়। ৮ বলে ৭ রান করে ফিরেছেন রাজশাহী অধিনায়ক। সুযোগ কাজে লাগাতে পারেননি মেহরব হোসেন অহিন।
তবে রাজশাহীর হাল ধরেন ইয়াসির আলী ও রায়ান বার্ল। দুজনেই করেছেন দারুণ ব্যাটিং। খুলনার বোলারদের ওপর রীতিমত তান্ডব চালান ইয়াসির ও বার্ল। ২৫ বলে ৪১ রান করে ফিরেছেন রাব্বি। ২৯ বলে ৪৮ রান করে অপরাজিত ছিলেন বার্ল। শেষের দিকে ৯ বলে অপরাজিত ২১ রানের ক্যামিও খেলেছেন আকবর আলী।
খুলনার হয়ে ৩ ওভারে ২০ রান দিয়ে ২টি উইকেট নিয়েছেন নাসুম আহমেদ। একটি করে উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ, আবু হায়দার রনি ও মোহাম্মদ নেওয়াজ। রান তাড়ায় শুরুটা ভালো করতে পারেনি খুলনা। ৫ বলে ৬ রান করা উইলিয়াম বোসিস্তকে ফেরান জিশান আলম। মিরাজও পারেননি বড় ইনিংস খেলতে। ৭ বলে মাত্র ১ রান কোঁরে ফিরেছেন ডানহাতি এ ব্যাটার।
খুলনার আরেক ওপেনার নাইম শেখ পারেননি টি-টোয়েন্টি সুলভ ব্যাটিং করতে। রাজশাহীর বোলারদের সামনে বেশ ভুগেছেন নাইম। শেষ পর্যন্ত ২৮ বল খেলে আউট হন খুলনার এ ওপেনার।
আফিফ হোসেন আরও একবার টি-টোয়েন্টি সুলভ ব্যাটিং করতে ব্যর্থ। ৩০ বলে ৩৩ রান ক্রে ফিরেছেন আফিফ। উইকেটে এসে আক্রমণাত্মক খেলার চেষ্টা করেছিলেন মাহিদুল ইসলাম অঙ্কন। ইমরুল কায়েস খেলেছেন ৬ বলে ১৭ রানের ক্যামিও। সেটা শুধু খুলনার হারের ব্যবধান কমিয়েছে। মোহাম্মাদ নাওয়াজ পারেননি শেষেরদিকে ঝড় তুলতে। রাজশাহীর হয়ে ২টি করে উইকেট নিয়েছেন তাসকিন ও বাল।
আপনার মতামত লিখুন :