শিরোনাম
◈ বোয়ালমারীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে আহত ২০ ◈ বিএনপি কেন জামায়াতের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুলছে? ◈ "লিখছি মনের তাগিদে, বিবেকের তাড়নায়", মাসুদ সাঈদীর ফেইসবুক স্টাটাস ভাইরাল ◈ ৩৪টি চোরাই মোবাইলসহ সংঘবদ্ধ চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার ◈ নিক্সন চৌধুরীকে গ্রেপ্তারের গুঞ্জন, যা জানা গেল ◈ বিপিএলে টানা ৬ ম্যাচ হারলো চিত্রনায়ক শাকিব খানের ঢাকা ক্যাপিটালস  ◈ শেখ হাসিনা ও ভারত খাটো করে দেখেছিল ২০২৩ সালে রাশিয়ার দেওয়া সতর্কবার্তাকে   ◈ যা জানা গেল শনিবার স্কুল খোলা থাকার বিষয়ে  ◈ গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হয়েছে; কিন্তু তাদের বিরুদ্ধে দাঁড়াতে হচ্ছে : উমামা ফাতেমা ◈ জোটে ছিলাম, জামায়াতের সঙ্গে যুগপৎ আন্দোলনে ছিলাম না: নজরুল ইসলাম

প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২৫, ০৬:১৫ বিকাল
আপডেট : ১১ জানুয়ারী, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়ে বিপিএল থেকে বিদায়  নিলেন অ্যালেক্স হেলস

স্পোর্টস ডেস্ক : সাত দলের খেলা চলমান বিপিএল। দর্শকদের সব আনন্দ বেদনা যেনো ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্সের ম্যাচ ঘিরে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রংপুর রাইডার্স ও ফরচুন বরিশালের মধ্যকার শ্বাসরুদ্ধকর এই ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালকে হারায় রংপুর। ম্যাচ শেষ হতেই বরিশাল অধিনায়ক তামিম ইকবাল মেজাজ হারিয়ে ফেলেন। তাৎক্ষণিকভাবে সাবেক এই বাংলাদেশি অধিনায়ক কার সঙ্গে বিবাদে জড়িয়েছেন সেটি জানা যায়নি। পরে ইংল্যান্ডের তারকা ব্যাটার অ্যালেক্স হেলসের সুবাদে সেটি খোলাসা হয়েছে।

চ্যানেল২৪ জানায়, হেলস চলমান বিপিএলে রংপুরের হয়ে নিজের শেষ ম্যাচ খেলে ফেলেছেন বরিশালের বিপক্ষে। দারুণ ফর্মে থাকা হেলস বিপিএল ছাড়ার আগমুহূর্তে তিক্ত অভিজ্ঞতা নিয়ে ফিরছেন। তামিমের সঙ্গে তর্কে জড়ানোর বিষয়ে একটি বেসরকারি টিভি চ্যানেলের সামনে মন্তব্য করেছেন তিনি। যেখানে হেলস টাইগার ক্রিকেটারের পক্ষ থেকে ব্যক্তিগত আক্রমণের শিকার হওয়ার কথা উল্লেখ করে এটিকে ‘লজ্জাজনক’ বলে জানান। 

অ্যালেক্স হেলস বলেছেন, আমার মনে হয় ম্যাচ হেরে সে (তামিম) হতাশ (আপসেট) ছিল। সে আমার কাছে এসে বললো আমি কিছু বললে সেটি যেন সামনাসামনি বলি। অথচ আমি তাকে কিছুই বলিনি। ২০২১ সালে আমি বিয়ার পানের জন্য (ক্রিকেটে) ২১ দিন নিষিদ্ধ হয়েছিলাম, সেই প্রসঙ্গ নিয়েও সে (তামিম) কথা বলেছে। আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হয়েছে, যা খুবই লজ্জার ব্যাপার।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বরিশালের ব্যাটিং কোচ ও তামিমের ভাই নাফিস ইকবালের সামনে ওই ইস্যু নিয়ে জানতে চাওয়া হয়। এ সময় নাফিস বলেন, ‘নিশ্চয়ই কিছু একটা বলা হয়েছিল, যে কারণে সে রিয়েক্ট করেছে। তেমন গুরুতর কিছু না। ম্যাচ হারলে এরকম ইমোশন থাকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়