স্পোর্টস ডেস্ক : বার্সেলোনা আগেই স্প্যানিশ সুপার কাপের ফাইনাল নিশ্চিত করেছিলো। মায়োর্কাকে ৩-০ গোলে হারিয়ে এবার ফাইনাল নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদও। আগামী রোববার (১২ জানুয়ারি) শিরোপা নির্ধারণী ম্যাচে মাঠে নামবে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতে জেদ্দায় দ্বিতীয় সেমিফাইনালে খেলার শুরু থেকেই মায়োর্কাকে ব্যস্ত রাখে রিয়াল মাদ্রিদ। একের পর এক সুযোগ তৈরি করলেও তা থেকে গোল আদায় করতে পারছিল না আনচেলত্তির শিষ্যরা। ফলে প্রথমার্ধ শেষ হয় গোলশুন্যভাবে।
দ্বিতীয়ার্ধে ডেডলক ভাঙেন জুড বেলিংহ্যাম। ৬৩ মিনিটে এই মিডফিল্ডারের ফিনিশিংয়ে স্কোরলাইন ১-০ করে রিয়াল মাদ্রিদ। ইনজুরি টাইমের দ্বিতীয় মিনিটে আত্মঘাতি গোলে আবারও পিছিয়ে পড়ে মায়োর্কা। আর ৩ মিনিট পর রদ্রিগোর ফিনিশিংয়ে ৩-০ গোলের জয় নিশ্চিত করে লস ব্ল্যাঙ্কোস’রা।
আপনার মতামত লিখুন :