নিজস্ব প্রতিবেদক : ফরচুন বরিশাল আবারো রংপুর রাইডার্সের কাছে হেরে গেছে। তবে বরিশালের অধিনায়ক তামিম ইকবালের মধ্যে হারের হতাশা থাকলেও কিছুটা চাপা আনন্দ তো আছে। তিনি প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে আট হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন। বিপিএলে রংপুর রাইডার্সের বিপক্ষে শেখ মাহেদী হাসানকে বাউন্ডারি মেরে রেকর্ডটি নিজের করে নেন ফরচুন বরিশাল অধিনায়ক।
টি-টোয়েন্টিতে বাংলাদেশিদের মধ্যে আর কেউ ৮ হাজার রান করতে পারেননি। ৭ হাজার ৪৩৮ রান নিয়ে দ্বিতীয় স্থানে আছেন সাকিব আল হাসান। ৬ হাজার ৯০ রান করে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে তিন নম্বরে মাহমুদউল্লাহ। এই সংস্করণে তামিম ৪টি সেঞ্চুরিসহ মোট রান করেছেন ৮০৩১। ৩২.৯১ গড়ে এই রান করা তামিমের স্ট্রাইক রেট ১২১.২৭।
তামিম টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রান করেছেন বাংলাদেশ জাতীয় দলের হয়ে-১৭০১। দ্বিতীয় সর্বোচ্চ ৯৭৭ রান বরিশালের হয়ে। টুর্নামেন্টের হিসেবে বিপিএলেই সবচেয়ে বেশি রান তামিমের-৩৫৮৩।
আপনার মতামত লিখুন :