শিরোনাম
◈ কাতারে পৌঁছেছেন ড. ইউনূস, পেলেন লালগালিচা সংবর্ধনা ◈ স্বাস্থ্য উপদেষ্টার এপিএসকেও সরিয়ে দেওয়া হলো ◈ নকশা না মেনে গড়ে ওঠা রাজধানীর ৩ হাজার ৩৮২ ভবন ভাঙা হবে: রাজউক চেয়ারম্যান ◈ যেসকল সেবা মেলে না এনআইডি লক হলে ◈ মেজর সিনহা হত্যা মামলায় ডেথ রেফারেন্স অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির সিদ্ধান্ত ◈ সাংবাদিকের করা এক প্রশ্নে বাংলাদেশি নই বলা টিউলিপ বাংলাদেশের এনআইডি-পাসপোর্টধারী ◈ আর্থিক প্রতিষ্ঠানে এসি চালানো নিয়ে নতুন নির্দেশনা ◈ গাজী সালাউদ্দিন তানভীরকে দুই অভিযোগ ওঠার পর সাময়িক অব্যাহতি দিল এনসিপি ◈ আবারও স্বর্ণের দামে নতুন ইতিহাস, দেশে ভরিতে কত বাড়লো? ◈ বিদেশি বিনিয়োগকারীদের নিরাপত্তায় হটলাইন

প্রকাশিত : ০৮ জানুয়ারী, ২০২৫, ০৭:৩০ বিকাল
আপডেট : ০৪ এপ্রিল, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতীয় দলে খেলবেন কিনা এই সিদ্ধান্ত জানাতে ৩দিন সময় চাইলেন তামিম

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ দলের হয়ে তামিম ইকবাল খেলবেন কি খেলবেন না এই সিদ্ধান্ত জানাতে বিসিবির কাছে আরো তিন দিন সময় চেয়েছেন। বুধবার (৮ জানুয়ারি) সিলেটের গ্র্যান্ড সিলেট হোটেলে অনুষ্ঠিত দুই দফা আলোচনার পর প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন এ তথ্য জানান। তামিম জানিয়েছেন, পরিবারের সদস্য ও শুভাকাক্সক্ষীদের সঙ্গে কথা বলে তিনি তার সিদ্ধান্ত জানাবেন।

চ্যাম্পিয়নস ট্রফির জন্য ১৫ জনের চূড়ান্ত দল আইসিসিতে পাঠানোর সময়সীমা ১২ জানুয়ারি। যদিও নির্বাচকরা তামিমকে দলে চাচ্ছেন, তবে বিভিন্ন সূত্রে শোনা যাচ্ছিল যে তামিম আর আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন না। সম্প্রতি চিটাগং কিংসের শুভেচ্ছা দূত শহীদ আফ্রিদির ইউটিউব চ্যানেলে দেয়া এক সাক্ষাৎকারে তামিমের বক্তব্য এ ধরনের জল্পনা আরও জোরালো করে।

প্রথম দফা আলোচনায় তামিম নির্বাচকদের জানিয়ে দেন যে তিনি আর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চান না। এরপর নির্বাচকেরা নিজেদের মধ্যে আলোচনা করে আবার তামিমের সঙ্গে বৈঠকে বসেন। দ্বিতীয় দফা আলোচনায় তামিম কিছুটা ইতিবাচক সাড়া দেন এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার জন্য সময় চান।

আলোচনায় প্রধান নির্বাচকের সঙ্গে ছিলেন নির্বাচক আবদুর রাজ্জাক ও হান্নান সরকার। প্রধান নির্বাচক বলেন, আলোচনার সঙ্গে সঙ্গে ফল আসে না। খেলোয়াড়দের ফেরার ক্ষেত্রে বন্ধু-বান্ধব, পরিবার, শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে আলোচনা জরুরি। আমাদের অপেক্ষা করতে হবে। আশা করছি দুই-এক দিনের মধ্যে সব পরিষ্কার হবে। 
জানা গেছে, অধিনায়ক নাজমুল হোসেন শান্তসহ দলের আরও দুই-একজন সিনিয়র ক্রিকেটার তামিমকে চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার জন্য অনুরোধ করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়