স্পোর্টস ডেস্ক : বিপিএল শুরুর একদিন আগে তামিম ইকবাল বলেছিলেন, এই মুহূর্তে জাতীয় দল নিয়ে আমার মাথায় কোনো চিন্তা নেই। ফরচুন বরিশালের অধিনায়ক আপাতত বিপিএল নিয়েই ব্যস্ত থাকতে চান। তবে ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে জাতীয় দলের বাইরে থাকা তামিম টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও টেস্ট এবং ওয়ানডেতে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেননি। - ক্রিকফ্রেঞ্জি
গণমাধ্যমের সামনে এলেই তাই তামিমের কাছে প্রায়শই জানতে চাওয়া হয় ২০২৫ সালের ফেব্রুয়ারিতে হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি খেলবেন কিনা। এমন প্রশ্নের জবাবে এখন পর্যন্ত কখনই সরাসরি উত্তর দেননি বাংলাদেশের সাবেক অধিনায়ক। তামিমকে নিয়ে এমন প্রশ্নের উত্তর নেই বিসিবি পরিচালক ফারুক আহমেদ কিংবা নির্বাচক প্যানেলের কাছেও। কদিন আগে অবশ্য জাতীয় দলে না ফেরার ইঙ্গিত দিয়েছেন তামিম।
বিপিএলে চিটাগং কিংসের শুভেচ্ছাদূত হিসেবে বাংলাদেশে এসেছেন শহীদ আফ্রিদি। পাকিস্তানের সাবেক অধিনায়কের এক ভিডিওতে আফ্রিদির প্রশ্নের জবাবে তামিম জানান, তিনি আর আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন না। তবে আইসিসির কাছে চ্যাম্পিয়ন্স ট্রফির ১৫ সদস্যের দল পাঠানোর আগে সিলেটে তামিমের সঙ্গে দেখা করেছেন গাজী আশরাফ হোসেন লিপু। দুই দফায় আলোচনা শেষে সরাসরি কোন প্রশ্নের উত্তর দিতে পারেননি প্রধান নির্বাচক।
তামিমের সঙ্গে আলোচনা শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে গাজী আশরাফ বলেন, ‘আলোচনার সঙ্গে সঙ্গে ফল আসে না। খেলোয়াড়দের ফেরত আসার ক্ষেত্রে বন্ধুবান্ধব, পরিবার, শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে আলোচনার বিষয় থাকতে পারে। আলোচনার বিষয়টা আমাদের মধ্যেই থাক। সরাসরি উত্তর দেব না। চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে।
তামিমের কাছ থেকে পুরোপুরি উত্তর পাননি বলে জানান গাজী আশরাফ। তবে প্রধান নির্বাচকের আশা আগামী দুই-একদিনের মাঝে সবটা পরিস্কার হয়ে যাবে। তিনি বলেন, নির্বাচকেরা বোর্ডের পক্ষ থেকে জানতে চেয়েছি প্রক্রিয়ার জন্য তিনি অ্যাভেইলেবল আছেন কি না। উত্তর পুরোপুরি পাইনি। আশা করি এক-দুই দিনের মধ্যে সবটা পরিষ্কার হব।
আগামী দু-একদিনের মাঝে তামিমকে নিয়ে উত্তর পাওয়ার আশা করা হলেও সাকিবকে নিয়ে ইতিবাচক কিছু জানাতে পারেননি গাজী আশরাফ। কদিন আগে বিসিবি সভাপতি জানিয়েছিলেন, সাকিবকে নিয়ে আরেকবার চেষ্টা করবেন চ্যাম্পিয়নস ট্রফির আগে এবং এটা নিয়ে মন্ত্রণালয়ের সঙ্গে কথাও বলবেন। তবে সাকিবকে নিয়ে কোন দিক নির্দেশনা পাননি গাজী আশরাফ। তিনি বলেন, সাকিবের ব্যাপারে কোনো নির্দেশনা আসেনি।
এদিকে গত বছর সারের হয়ে কাউন্টি ক্রিকেট খেলার সময় অবৈধ বোলিং অ্যাকশনের গ্যাঁড়াকলে পড়েন সাকিব আল হাসান। বার্মিংহামে পরীক্ষা দিয়ে উতরে যেতে না পারায় আন্তর্জাতিক ক্রিকেট ও দেশের বাইরে সব ধরনের ঘরোয়া ক্রিকেটে নিষিদ্ধ করা হয়েছে বাঁহাতি স্পিনারের বোলিং। কদিন আগে চেন্নাইতে পরীক্ষা দিলেও সেখানে পাশ করতে পারেননি সাকিব। এ নিয়ে গাজী আশরাফ বলেন, প্রথম পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি এটা একটু শকিং।