শিরোনাম
◈ মানুষের জীবন বিপন্ন করে দাবি আদায়ের শিক্ষা কে দিয়েছে ডাক্তারদের: সেনাবাহিনীর মেজর মেজবাহ উদ্দিন (ভিডিও) ◈ বিচার বিভাগসহ চার ইস্যুতে বিএনপি-জাতীয় ঐকমত্য কমিশনের তৃতীয় দফা বৈঠক ◈ ফ্লোরিডায় উড্ডয়নের আগেই প্লেনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ২৮২ যাত্রী (ভিডিও) ◈ পরীক্ষাকেন্দ্রে হট্টগোল, নোয়াখালীর সোনাইমুড়ীতে ১২ শিক্ষককে অব্যাহতি! ◈ বিশ্বজুড়ে বিরাট সাইবার অপরাধের আশঙ্কা: জাতিসংঘ ◈ টেকনাফে চেকপোস্টে পুলিশের ওপর হামলা, আহত ৩ ◈ বার্নলির কা‌ছে হে‌রে  প্রিমিয়ার লিগে খেলার সুযোগ হারালো হামজার শে‌ফিল্ড ইউনাই‌টেড ◈ অস্থির সময়ে স্বর্ণে বিনিয়োগ কর‌ছে কারা, ক‌তোটা বুদ্ধিমানের কাজ? ◈ দুই ক্রিকেট ধারাভষ্যাকার আইপিএলে নিষিদ্ধ হচ্ছেন! ◈ আই‌পিএল, গুজরাটের কাছে পাত্তাই পেলো না কলকাতা নাইটরাইডার্স

প্রকাশিত : ০৮ জানুয়ারী, ২০২৫, ০২:২৬ রাত
আপডেট : ১৮ এপ্রিল, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশসহ ১৯ দেশের ৫১০ বিদেশি ক্রিকেটার পিএসএল প্লেয়ার্স ড্রাফটে

স্পোর্টস ডেস্ক : আগামী ১১ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসরের প্লেয়ার্স ড্রাফট। তবে নতুন সূচিতে ১৩ জানুয়ারি লাহোর ফোর্টে হবে টুর্নামেন্টের ড্রাফট। যদিও শুরুতে বেলুচিস্তানের গাদারে হওয়ার কথা ছিল এটি। তবে লজিস্টিক সমস্যার কারণে বেলুচিস্তান থেকে লাহোর সরিয়ে আনা হয়েছে প্লেয়ার্স ড্রাফট। সবমিলিয়ে ১৯ দেশের মোট ৫১০ জন বিদেশি ক্রিকেটার ড্রাফটের জন্য নিবন্ধন করেছেন।

ড্রাফটের  য়টি ফ্র্যাঞ্চাইজিই রিটেইন ক্রিকেটারের তালিকা প্রকাশ করেছে। যেখানে ৮ জন করে ক্রিকেটার রিটেইন করেছে ইসলামাবাদ ইউনাইটেড, কোয়েটা গ্লাডিয়েটর্স এবং লাহোর কালান্দার্স। এ ছাড়া করাচি কিংস, মুলতান সুলতানস, পেশাওয়ার জালমি ৭ জন করে ক্রিকেটার রিটেইন করেছে। ৮ এপ্রিল পর্দা উঠবে পিএসএলের এবারের মৌসুমে। ৬ দলের টুর্নামেন্টের ফাইনাল হবে ১৯ মে। 

প্লাটিনাম ও ডায়মন্ড ক্যাটাগরির বিদেশি ক্রিকেটারদের তালিকা:
আফগানিস্তান- মুজিব উর রহমান, নাভিন উল হক, মোহাম্মদ নবি, হযরতউল্লাহ জাজাই, কাইস আহমেদ, নাঙ্গেলিয়া খারোটে অস্ট্রেলিয়া- ডেভিড ওয়ার্নার, কুপার কোনোলি, ম্যাথু শর্ট, রাইলি মেরিডিথ, শন অ্যাবট, উইলিয়াম সাদারল্যান্ড, মার্ক স্টিকেটি, অ্যাস্টন অ্যাগার, ড্যানিয়েল স্যামস, ক্রিস লিন, ময়সেস হেনরিক্স, অ্যাস্টন টার্নার, অ্যালেক্স ক্যারি, জশ ফিলিপ ও তানভীর সাঙ্গা, বেনজামিন ডারউইশ, জ্যাক লেহম্যান, জেসন বেহেরেনডর্ফ
বাংলাদেশ- মুস্তাফিজুর রহমান, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ এবং তাওহীদ হৃদয়।

ইংল্যান্ড- টম কোহলার-ক্যাডমোর, স্যাম বিলিংস, জেসন রয়, জো ক্লার্ক, টম কারান, টাইমাল মিলস, অ্যালেক্স হেলস, লরি ইভান্স, ডেভিড মালান এবং লুক উড।

নিউজিল্যান্ড- ফিন অ্যালেন, মার্ক চ্যাপম্যান, ড্যারিল মিচেল, জিমি নিশাম, অ্যাডাম মিলনে, টিম সাউদি, মাইকেল ব্রেসওয়েল, মার্টিন গাপটিল, এজাজ প্যাটেল, কলিন গ্র্যান্ডহোম এবং ইশ সোধি।

সাউথ আফ্রিকা- রাসি ভ্যান ডার ডাসেন, রিজা হেনড্রিক্স, ডোয়াইন প্রিটোরিয়াস, জর্জ লিন্ডে, নান্দ্রে বার্গার, টেম্বা বাভুমা এবং উইয়ান মুল্ডার।

শ্রীলঙ্কা- চারিথ আসালাঙ্কা, কুশাল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, আভিস্কা ফার্নান্দো, ভানুকা রাজাপাকশা, চামিকা করুনারতেœ, দাসুন শানাকা, দীনেশ চান্দিমাল, দুনিথ ওয়াল্লালাগে, লাহিরু কুমারা, পাথুম নিশানকা, কুশাল পেরেরা।
যুক্তরাষ্ট্র- আন্দ্রেস গুস, কোরি অ্যান্ডারসন

ওয়েস্ট ইন্ডিজ- জেসন হোল্ডার, ম্যাথু ফোর্ড, এভিন লুইস, কাইল মেয়ার্স, আন্দ্রে ফ্লেচার, ওবেদ ম্যাককয়, ব্রেন্ডন কিং, ফ্যাবিয়ান অ্যালেন, ডমিনিক ড্রেকস, শামার স্প্রিঞ্জার, হেইডেন ওয়ালশ জুনিয়র।
জিম্বাবুয়ে- রায়ান বার্ল, সিকান্দার রাজা, ব্লেসিং মুজারাবানি

  • সর্বশেষ
  • জনপ্রিয়