শিরোনাম
◈ ফের সংঘর্ষে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা (ভিডিও) ◈ সাগর-রুনি হত্যা মামলার নথি পোড়ার তথ্যটি সঠিক নয়: অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ◈ পারভেজ হত্যায় আলোচিত সেই দুই ছাত্রী সাময়িক বহিষ্কার ◈ সাগর-রুনি হত্যা মামলার ডিবিতে থাকা নথি আগুনে পুড়ে গেছে: হাইকোর্টকে রাষ্ট্রপক্ষ ◈ মানুষের জীবন বিপন্ন করে দাবি আদায়ের শিক্ষা কে দিয়েছে ডাক্তারদের: সেনাবাহিনীর মেজর মেজবাহ উদ্দিন (ভিডিও) ◈ বিচার বিভাগসহ চার ইস্যুতে বিএনপি-জাতীয় ঐকমত্য কমিশনের তৃতীয় দফা বৈঠক ◈ বিরলে কৃষক ভবেশের মৃত্যুর ৪ দিন পর থানায় হত্যা মামলা ◈ ফ্লোরিডায় উড্ডয়নের আগেই প্লেনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ২৮২ যাত্রী (ভিডিও) ◈ পরীক্ষাকেন্দ্রে হট্টগোল, নোয়াখালীর সোনাইমুড়ীতে ১২ শিক্ষককে অব্যাহতি! ◈ বিশ্বজুড়ে বিরাট সাইবার অপরাধের আশঙ্কা: জাতিসংঘ

প্রকাশিত : ০৭ জানুয়ারী, ২০২৫, ০৮:১১ রাত
আপডেট : ০৩ এপ্রিল, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা ক্যাপিটালসকে গুঁড়িয়ে বিপিএলে রংপুরের টানা পঞ্চম জয় 

ঢাকা ক্যাপিটালসকে গুঁড়িয়ে বিপিএলে রংপুরের টানা পঞ্চম জয় 

স্পোর্টস ডেস্ক : ঢাকা ক্যাপিটালস প্রথম তিন ম্যাচে হারের পর ব্যাটিং-অর্ডারে বেশকিছু পরিবর্তন এনেছিল। তাতেও ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি, উল্টো নাহিদ রানার পেস তোপে ২১ বল আগেই গুটিয়ে যায় তারা। লক্ষ্য তাড়ায় আক্রমণাত্মক ব্যাটিংয়ে ৭ উইকেটে ম্যাচ জিতে আসরে টানা পঞ্চম জয় তুলে নিয়েছে রংপুর রাইডার্স। 

মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে ১১১ রানে অলআউট হয় ঢাকা। জবাবে অ্যালেক্স হেইলসের ঝড়ের পর খুশদিল শাহর তা-বে ৪০ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছায় রংপুর। অলআউট স্পোর্টস
এদিন ঢাকার হয়ে প্রথমবারের মতো মাঠে নেমে দলকে উড়ন্ত সূচনা এনে দেন ইংল্যান্ডের ওয়ানডে বিশ্বকাপজয়ী ওপেনার জেসন রয়। পাওয়ারপ্লের শেষ বলে ১৮ রান করে ডানহাতি এই ব্যাটার যখন সাজঘরে ফেরেন তখন ঢাকার সংগ্রহ ছিল ২ উইকেটে ৫৪ রান। এরপরই ভেঙে পড়ে পুরো ব্যাটিং অর্ডার।

পরের ওভারে দলের হয়ে সর্বোচ্চ ২০ রান করা তানজিদ হাসান তামিম সাজঘরে ফিরলে আর কেউই দলের হাল ধরতে পারেনি। ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খেতে থাকা লিটন দাস চারে নেমে ফেরেন ১৩ বলে ৯ রান করে। ডানহাতি এই ব্যাটারকে ফেরান নাহিদ।

শৃঙ্খলাভঙ্গের কারণে প্রথম তিন ম্যাচে না খেলা সাব্বির রহমান একাদশে জায়গা পেয়ে ব্যাট হাতে কোনো অবদান রাখতে পারেননি। ৭ বল খেলে ২ রান করে সাজঘরের পথ দেখেন। পরের বলেই আগের ম্যাচের সেঞ্চুরিয়ান অধিনায়ক থিসারা পেরেরাকে তুলে নেন খুশদিল।

শেষ পর্যন্ত ঢাকার ইনিংস শেষ হয় ১৬ ওভার ৩ বলে। ৪ ওভারে ২১ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা নাহিদ। চলতি মৌসুমে পাঁচ ম্যাচে তরুণ এই ফাস্ট বোলারের এটি দ্বিতীয় ম্যাচসেরার পুরস্কার।

রান তাড়ায় ব্যাট হাতে এদিনও ব্যর্থ হন আজিজুল হাকিম তামিম। নিজের খেলা প্রথম দুই ম্যাচে রানের খাতা খোলার আগে সাজঘরে ফেরা এই ব্যাটার এদিন আউট হন ১৪ বলে ৫ রান করে। তবে হেইলসের ২৭ বলে ৪৪ রানের ইনিংসে জয় পথে এগুতে কোনো অসুবিধা হয়নি রংপুরের। ১৩ বলে ২৭ রানের অপরাজিত ইনিংস খেলে বাকি কাজটুকু করেন খুশদিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়