শিরোনাম
◈ কাতারে পৌঁছেছেন ড. ইউনূস, পেলেন লালগালিচা সংবর্ধনা ◈ স্বাস্থ্য উপদেষ্টার এপিএসকেও সরিয়ে দেওয়া হলো ◈ নকশা না মেনে গড়ে ওঠা রাজধানীর ৩ হাজার ৩৮২ ভবন ভাঙা হবে: রাজউক চেয়ারম্যান ◈ যেসকল সেবা মেলে না এনআইডি লক হলে ◈ মেজর সিনহা হত্যা মামলায় ডেথ রেফারেন্স অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির সিদ্ধান্ত ◈ সাংবাদিকের করা এক প্রশ্নে বাংলাদেশি নই বলা টিউলিপ বাংলাদেশের এনআইডি-পাসপোর্টধারী ◈ আর্থিক প্রতিষ্ঠানে এসি চালানো নিয়ে নতুন নির্দেশনা ◈ গাজী সালাউদ্দিন তানভীরকে দুই অভিযোগ ওঠার পর সাময়িক অব্যাহতি দিল এনসিপি ◈ আবারও স্বর্ণের দামে নতুন ইতিহাস, দেশে ভরিতে কত বাড়লো? ◈ বিদেশি বিনিয়োগকারীদের নিরাপত্তায় হটলাইন

প্রকাশিত : ০৭ জানুয়ারী, ২০২৫, ১০:৫২ দুপুর
আপডেট : ১৪ মার্চ, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ক্রিকেট বিশ্বের ‘তিন মোড়ল’ আলোচনায় বসছে

স্পোর্টস ডেস্ক : সম্প্রতি শেষ হওয়া অস্ট্রেলিয়া-ভারত টেস্ট সিরিজের পর বেশ জোরালভাবেই উঠে এসেছে টেস্ট ক্রিকেটকে দুই ভাগে বিভক্ত করার আলোচনা। অস্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় একটি পত্রিকা জানিয়েছে, এ বিষয়ে চলতি মাসেই ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে ক্রিকেট বিশ্বে ‘তিন মোড়ল’ হিসেবে পরিচিত ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড।

সোমবার দুটি সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে দ্য সিডনি মর্নিং হেরাল্ড জানায়, চলতি মাসে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সাবেক সচিব ও আইসিসির নতুন চেয়ারম্যান জয় শাহর সঙ্গে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান মাইক বাইর্ড ও ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রধান রিচার্ড টমসন দুই স্তরের টেস্ট কাঠামো নিয়ে আলোচনায় বসবেন।

সদ্য সমাপ্ত পাঁচ ম্যাচের বোর্ডার-গাভাস্কার ট্রফিতে মাঠে বসে বিপুল পরিমাণ দর্শক সমাগম এবং ঘরে বসে আরও অনেক দর্শক খেলা দেখায় টেস্টকে দুটি ভাগে বিভক্ত করার এই প্রস্তাবনা আরও জোরাল হয়েছে।

নতুন প্রস্তাবনায় প্রথম স্তরে সাতটি দল থাকতে পারে। এগুলো হলো – অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, দক্ষিণ আফ্রিকা, নিউ জিল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা। দ্বিতীয় স্তরে থাকা বাকি পাঁচটি দল হলো – বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, আফগানিস্তান ও আয়ারল্যান্ড।

তবে প্রস্তাবিত এ কাঠামোয় দ্বিতীয় স্তর থেকে প্রথম স্তরে উন্নীত হওয়া এবং প্রথম স্তর থেকে দ্বিতীয় স্তরে অবনমিত হওয়ার নিয়ম রাখা হবে কিনা তা নিয়ে এখনও কিছু জানা যায়নি।

এর আগে ২০১৬ সালে টেস্টকে দুই স্তরে ভাগ করার কথা উঠেছিল। কিন্তু সেবার বিসিসিআইসহ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) ও জিম্বাবুয়ে এই প্রস্তাবনার বিরোধিতা করায় তা আর আলোর মুখ দেখেনি। তথ্যসূত্র, অলআউট স্পোর্টস

  • সর্বশেষ
  • জনপ্রিয়