শিরোনাম
◈ খালেদা জিয়ার চিকিৎসা শুরু, চিকিৎসক সম্পর্কে যা জানা গেল ◈ ভয়াবহ দুর্যোগ: যুক্তরাষ্ট্রে জীবন বাঁচাতে গাড়ি ফেলে পালাচ্ছেন হাজার হাজার মানুষ ◈ গ্যাস দেন, আমরা বৈদেশিক মুদ্রা দেব : জ্বালানি উপদেষ্টাকে এ কে আজাদ ◈ বিশ্বের শক্তিশালী পাসপোর্টের সূচকে উত্তর কোরিয়ার পর বাংলাদেশ ◈ রাফির অ্যাকাউন্টে কোনো লেনদেনই হয়নি : সারজিস ◈ সরকার জাতীয় নির্বাচন অনুষ্ঠানের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচন করার প্রস্তুতিও নিচ্ছে : প্রধান উপদেষ্টা  ◈ লন্ডন ক্লিনিকে ভর্তি হলেন খালেদা জিয়া ◈ মা-ছেলের আলিঙ্গন দেখে যা বললেন মিজানুর রহমান আজহারী ◈ বাংলাদেশকে সস্তায় গরুর মাংস দিতে চায় ব্রাজিল! ◈ শেখ হাসিনা ইস্যুতে দুই মেরুতে বাংলাদেশ-ভারত

প্রকাশিত : ০৭ জানুয়ারী, ২০২৫, ১০:৫০ দুপুর
আপডেট : ০৯ জানুয়ারী, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেনিস তারকা নোভাক জোকোভিচ এখনো ‘ট্রমা’ বয়ে বেড়াচ্ছেন 

স্পোর্টস ডেস্ক : হাস্যকর মনে হলেও সত্যি, তিন বছর আগের অস্ট্রেলিয়ান ওপেন খেলতে  সে দেশে গিয়েছিলেন সার্বিয়ান টেনিস তারকা নোভাক জোকোভিচ। কিন্তু কোভিড-১৯ টিকা না নেওয়ার কারণে নানা নাটকীয়তায়  টুর্নামেন্ট থেকে বাদ পড়েন তিনি। শুধু তা-ই নয়, ভিসা বাতিল করে দ্রুতই অস্ট্রেলিয়া থেকে তাড়িয়ে দেওয়া হয় তাকে।

নিজের সঙ্গে এমনটা ঘটার পর মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েন জোকোভিচ। এখনো সেই ‘ট্রমা’ বয়ে বেড়াচ্ছেন তিনি। অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম হেরাল্ড সানকে দেওয়া সাক্ষাৎকারে টেনিসে রেকর্ড ২৪ গ্র্যান্ড স্ল্যামজয়ী এই তারকা বলেন, শেষ দুবার যখন অস্ট্রেলিয়ায় আসি, পাসপোর্ট চেকিং ও ইমিগ্রেশন প্রক্রিয়ায় যাওয়ার সময় তিন বছর আগের সেই ট্রমা কিছুটা অনুভব করি। পাসপোর্ট কন্ট্রোল পার করার পর এখনো কিছু স্মৃতি ভেসে ওঠে, মনে হয়, ইমিগ্রেশন থেকে কেউ আমার দিকে আসছে কি না। 

যে ব্যক্তি আমার পাসপোর্ট চেক করছে- সে কি আমাকে নিয়ে গিয়ে আবার আটক করবে নাকি আমাকে যেতে দেবে। সত্যি বলতে, আমার এখনো সেই অনুভূতি হয়। কোভিড-১৯ বিধিমালা শিথিল করলে পরের আসরে (২০২৩) খেলার সুযোগ পান জোকোভিচ। শুধু তা-ই নয়, সেবার বিদায় নেন শিরোপাকে সঙ্গী করে। এবার নারী-পুরুষ মিলিয়ে সর্বোচ্চ ২৫তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের খোঁজে এসেছেন এই সার্বিয়ান তারকা।

তিনি বলেন, আমি রাগ পুষে রাখি না। পরের বছরই আমি এই টুর্নামেন্ট খেলতে ফিরে আসি এবং জিতেছিলামও। আমার বাবা-মা ও পুরো টিম ছিল সেবার এবং এর আগের বছর যা কিছু হয়েছে, তা ভেবে দেখলে সেটা ছিল আমার ক্যারিয়ারের অন্যতম আবেগময় জয়। এদিকে আগামী ১২ জানুয়ারি থেকে শুরু হবে অস্ট্রেলিয়ান ওপেন।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়