শিরোনাম
◈ ব্যারিস্টার আরমানের স্ত্রীকে হেনস্তা করিয়েছিলেন টিউলিপ সিদ্দিক! ◈ কয়েক হাজার লোক মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে পদযাত্রা, শাহবাগে আটকে দিল পুলিশ ◈ সংস্কারের জনক কিন্তু দেশনেত্রী খালেদা জিয়া, তারপরেই আছেন তারেক রহমান: ব্যারিস্টার রুমিন ফারহানা ◈ শেখ হাসিনার ভারতীয় ভিসার মেয়াদ বাড়ানো ভালোভাবে নেয়নি জনগণ: রুহুল কবির রিজভী ◈ ভয়াবহ দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলেস, জরুরি অবস্থা জারি ◈ উদ্বেগ-উৎকণ্ঠা আর অনেক প্রশ্ন পেছনে রেখে লন্ডন গেলেন খালেদা জিয়া ◈ এমনভাবে কথা বলছেন যেন ক্ষমতায় চলে আসছেন : ব্রিটিশ এমপি রূপা হক (ভিডিও) ◈ শেখ হাসিনার সঙ্গে মোদির লং ড্রাইভের ছবিটি এডিটেড: রিউমর স্ক্যানারের প্রতিবেদন ◈ যুক্তরাষ্ট্র থেকে ৭৫২ কোটি মূল্যের কার্গো আসছে বাংলাদেশে! ◈ টেস্ট ক্রিকেটে তিন মোড়লের দুই স্তরের পরিকল্পনার বিরুদ্ধে ক্লাইভ লয়েড 

প্রকাশিত : ০৭ জানুয়ারী, ২০২৫, ১০:৫০ দুপুর
আপডেট : ০৭ জানুয়ারী, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেনিস তারকা নোভাক জোকোভিচ এখনো ‘ট্রমা’ বয়ে বেড়াচ্ছেন 

স্পোর্টস ডেস্ক : হাস্যকর মনে হলেও সত্যি, তিন বছর আগের অস্ট্রেলিয়ান ওপেন খেলতে  সে দেশে গিয়েছিলেন সার্বিয়ান টেনিস তারকা নোভাক জোকোভিচ। কিন্তু কোভিড-১৯ টিকা না নেওয়ার কারণে নানা নাটকীয়তায়  টুর্নামেন্ট থেকে বাদ পড়েন তিনি। শুধু তা-ই নয়, ভিসা বাতিল করে দ্রুতই অস্ট্রেলিয়া থেকে তাড়িয়ে দেওয়া হয় তাকে।

নিজের সঙ্গে এমনটা ঘটার পর মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েন জোকোভিচ। এখনো সেই ‘ট্রমা’ বয়ে বেড়াচ্ছেন তিনি। অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম হেরাল্ড সানকে দেওয়া সাক্ষাৎকারে টেনিসে রেকর্ড ২৪ গ্র্যান্ড স্ল্যামজয়ী এই তারকা বলেন, শেষ দুবার যখন অস্ট্রেলিয়ায় আসি, পাসপোর্ট চেকিং ও ইমিগ্রেশন প্রক্রিয়ায় যাওয়ার সময় তিন বছর আগের সেই ট্রমা কিছুটা অনুভব করি। পাসপোর্ট কন্ট্রোল পার করার পর এখনো কিছু স্মৃতি ভেসে ওঠে, মনে হয়, ইমিগ্রেশন থেকে কেউ আমার দিকে আসছে কি না। 

যে ব্যক্তি আমার পাসপোর্ট চেক করছে- সে কি আমাকে নিয়ে গিয়ে আবার আটক করবে নাকি আমাকে যেতে দেবে। সত্যি বলতে, আমার এখনো সেই অনুভূতি হয়। কোভিড-১৯ বিধিমালা শিথিল করলে পরের আসরে (২০২৩) খেলার সুযোগ পান জোকোভিচ। শুধু তা-ই নয়, সেবার বিদায় নেন শিরোপাকে সঙ্গী করে। এবার নারী-পুরুষ মিলিয়ে সর্বোচ্চ ২৫তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের খোঁজে এসেছেন এই সার্বিয়ান তারকা।

তিনি বলেন, আমি রাগ পুষে রাখি না। পরের বছরই আমি এই টুর্নামেন্ট খেলতে ফিরে আসি এবং জিতেছিলামও। আমার বাবা-মা ও পুরো টিম ছিল সেবার এবং এর আগের বছর যা কিছু হয়েছে, তা ভেবে দেখলে সেটা ছিল আমার ক্যারিয়ারের অন্যতম আবেগময় জয়। এদিকে আগামী ১২ জানুয়ারি থেকে শুরু হবে অস্ট্রেলিয়ান ওপেন।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়